আইজল: ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন মিজো সম্প্রদায়ের মানুষ। তাঁদের অধিকার যাতে খর্ব না হয় তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হল। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই মর্মে চিঠি লিখেছে মিজোরাম সরকার। ২০১৮ সালে ২৬ আসন জিতে মিজোরামের ক্ষমতায় আসে মিজো ন্যাশনাল ফ্রন্ট। এ বছরই সেই সরকারের মেয়াদ শেষ হবে। এ বছরের শেষের দিকে বিধানসভা ভোট হবে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। মিজোদের অধিকারের ব্যাপারে ২০১৯ সালেও স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লেখা হয়েছিল বলে বৃহস্পতিবার জানিয়েছেন সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানা। জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) জাইথামজামার প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠির বিষয়টি সামনে এসেছে।
মিজোদের স্বার্থ রক্ষার ব্যাপারে নেওয়া পদক্ষেপের কথাও জানিয়েছে সে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক। সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিজোদের সুরক্ষিত করতে ৪২৯ স্টেট আর্মড পুলিশ নিয়োগ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন সীমানায় ৩৯টি ব্যাটেলিয়ন আউটপোস্ট তৈরি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মিজোরাম ও অসম সীমানায় ২৪টি বর্ডার আউত পোস্ট (বিওপি), মিজোরাম ও ত্রিপুরা সীমানায় ৮টি বিওপি এবং মিজোরাম ও মণিপুর সীমানায় ৭টি বিওপি তৈরি করা হয়েছে।
অসম সীমান্তে বর্ডার আউট পোস্টের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। অসম ও মিজোরামে সীমানা একাধিক গণ্ডগোলের সাক্ষী থেকেছে। অতীতে বেশ কয়েক বার অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছিল। সাম্প্রতিক অতীতে সবথেকে খারাপ পরিস্থিতি হয়েছিল ২০২১ সালের ২৬ জুলাই। সে সময় অসম ও মিজো পুলিশের গুলি চালনার ঘটনায় পাঁচ জন অসম পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল।