Tipra Motha: CAA-বিরোধী প্রস্তাব ত্রিপুরাতেও? ‘মিশন ১৫’ প্রকাশ করল ত্রিপ্রা মোথা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 08, 2023 | 3:06 PM

Tripura Assembly Election 2023: ক্ষমতায় এলে নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-র বিরুদ্ধে ত্রিপুরা বিধানসভায় এক প্রস্তাব পেশ করা হবে। রবিবার, নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল তিপ্রা মোথা পার্টি।

Tipra Motha: CAA-বিরোধী প্রস্তাব ত্রিপুরাতেও? মিশন ১৫ প্রকাশ করল ত্রিপ্রা মোথা
ত্রিপ্রা মোথা পার্টির প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মন

Follow Us

আগরতলা: ক্ষমতায় এলে নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-র বিরুদ্ধে ত্রিপুরা বিধানসভায় এক প্রস্তাব পেশ করা হবে। রবিবার, এমনটাই জানিয়েছেন তিপরাহা আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোট বা ত্রিপ্রা মোথা পার্টির প্রধান তথা ত্রিপুরা রাজ বংশের সদস্য প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মন। ত্রিপুরার আসন্ন নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিপ্রা মোথা পার্টি। এদিন তারা নির্বাচনকে সামনে রেখে ১৫টি প্রতিশ্রুতি সম্বলিত নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। ক্ষমতায় এলে ১৫০ দিনের মধ্যে ‘মিশন ১৫’-এ দেওয়া ১৫টি প্রতিশ্রুতি পূরণ করা হবে। এর মধ্যে সিএএ বিরোধী প্রস্তাব আনার পাশাপাশি ২০,০০০ সরকারি চাকরি তৈরি, মাদকহীন ত্রিপুরা গঠনের মতো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রদ্যোত দেব বর্মন বলেছেন, “আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কোনও মানুষ ত্রিপুরায় বসবাস করুক। আমরা সিএএ-র বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করব। এক দেশে দুটি আইন থাকতে পারে না। একইভাবে, একটি দেশে এমন কোনও আইন থাকতে পারে না যা শুধুমাত্র মুসলিম এবং উপজাতি বিরোধী।”

রাজ্যে একটি আর্থ-সামাজিক সমীক্ষা করা, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার মতো প্রতিশ্রুতিও দিয়েছে তিপ্রা মোথা। এর পাশাপাশি মিশন ১৫-এ ত্রিপুরার আদিবাসীদের জন্য একটি স্থায়ী সাংবিধানিক সমাধান বের করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি ত্রিপ্রা মোথার নির্বাচনী ইস্তাহারে দারিদ্র্য দূর করার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে, বলেও জানানো হয়েছে। তিপ্রা মোথার নির্বাচনী ইস্তাহারে তাদের মূল এজেন্ডা, ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদকে একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করা বা ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’ গঠনের জন্য কেন্দ্রকে চাপ দেওয়ার কথাও বলা হয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করার পাশাপাশি রাজ্যের পূর্ববর্তী সরকারগুলিকেও একহাত নিয়েছেন প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মণ। ত্রিপুরার বাম, কংগ্রেস এবং বিজেপির আগ্রহের অভাব এবং প্রশাসনিক ব্যর্থতার কারণেই ত্রিপুরার উন্নতি হয়নি বলে দাবি করেছেন তিনি। প্রদ্যোত মাণিক্য বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, কমিউনিস্ট মতাদর্শ, কংগ্রেসের আগ্রহের অভাব এবং ভারতীয় জনতা পার্টির অপশাসনের কারণে ত্রিপুরার উন্নতি হয়নি। আমাদের দরকার ক্ষমতায়ন, সাংবিধানিক সুরক্ষা, কর্মসংস্থান এবং একটি উন্নত জীবিকা। তাই ত্রিপুরার জনগণকে আমি বলতে চাই, গত ৭০ বছর ধরে এই দলগুলি আপনাদের সঙ্গে খেলা করেছে। এখন সময় এসেছে মাঠে নেমে নিজেদের ভবিষ্যত তৈরি করার।”

Next Article