করোনাকালে রাজ্যে চিকিৎসকের ঘাটতি, ১৬৮ চিকিৎসককে নিয়োগ করবে ত্রিপুরা সরকার

ঈপ্সা চ্যাটার্জী |

May 09, 2021 | 2:56 PM

রতনলাল নাথ জানান, গত বছর থেকেই চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তবে অনেক চিকিৎসকই করোনা সংক্রমণের ভয়ে ইস্তফা দেন। আপাতত ৩০৫ জন চিকিৎসক চুক্তির ভিত্তিতে কাজ করতে রাজি হয়েছেন।

করোনাকালে রাজ্যে চিকিৎসকের ঘাটতি, ১৬৮ চিকিৎসককে নিয়োগ করবে ত্রিপুরা সরকার
ফাইল চিত্র। ছবি:PTI

Follow Us

আগরতলা: রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১৬৪ জন চিকিৎসককে নিয়োগ করার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার।

শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, আগামী এক মাসের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। এই বিষয়ে আইনমন্ত্রী রতনলাল নাথ বললেন,”যেসমস্ত চিকিৎসকরা স্বাস্থ্য দফতরের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করছিলেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত ১০ পয়েন্ট দেওয়া হবে।”

তিনি জানান, গত বছর থেকেই চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তবে অনেক চিকিৎসকই করোনা সংক্রমণের ভয়ে ইস্তফা দেন। আপাতত ৩০৫ জন চিকিৎসক চুক্তির ভিত্তিতে কাজ করতে রাজি হয়েছেন।

করোনা পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক নিয়োগ প্রসঙ্গে রতনলাল নাথ বলেন, “শুক্রবার ক্যাবিনেট বৈঠকে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। সরকারের মনে হয়েছে যে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক প্রয়োজন। সেই কারণেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আরও ১৬৪ জন চিকিৎসক নিয়োগের সিধান্ত নেওয়া হয়েছে।”

তিনি জানান, রাজ্যের সাবাস্থ্য দফতরে বর্তমানে এমবিবিএস স্তরে ১১৮টি শূন্য পদ রয়েছে, দাতব্যে ২৭টি ও হোমিওপ্যাথিতে তিনটি শূন্য পদ রয়েছে। বর্তমানে ৯৯৭ জন এমবিবিএস চিকিৎসক, ১৮জন হোমিওপ্যাথি, ৪২জন আয়ুর্বেদিক চিকিৎসক ও ৫৩ জন দাতব্য চিকিৎসক রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে কাজ করছেন।

আরও পড়ুন: সর্বানন্দ নয়, অসমের নয়া মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা

Next Article