Abhishek Banerjee’s Meeting in Tripura: হাইকোর্টের রায়ে কাটল জট, সারা রাত ধরে অভিষেকের সভার মঞ্চ বাঁধতে বসল তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Oct 30, 2021 | 11:57 PM

Tripura TMC: ত্রিপুরা হাইকোর্টের রায়ে 'নৈতিক জয়' তৃণমূলের (TMC)। কুণাল ঘোষদের দাবি, অবশেষে আদালতের রায়ে ধাক্কা খেল ত্রিপুরার বিজেপি সরকার। এখন রাতভর সভামঞ্চ তৈরির প্রস্তুতি চলছে।

Abhishek Banerjees Meeting in Tripura: হাইকোর্টের রায়ে কাটল জট, সারা রাত ধরে অভিষেকের সভার মঞ্চ বাঁধতে বসল তৃণমূল
আদালতের রায়ের পর উচ্ছ্বাস সুস্মিতা দেব ও কুণাল ঘোষদের। ছবি: টুইটার

Follow Us

আগরতলা: রবিবার আগরতলার রবীন্দ্র ভবনের পাশেই হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)-র সভা। ত্রিপুরা হাইকোর্টের রায়ে ‘নৈতিক জয়’ তৃণমূলের (TMC)। কুণাল ঘোষদের দাবি, অবশেষে আদালতের রায়ে ধাক্কা খেল ত্রিপুরার বিজেপি সরকার। এখন রাতভর সভামঞ্চ তৈরির প্রস্তুতি চলছে।

জানা গিয়েছে, আদালত তৃণমূলের পূর্ব নির্ধারিত রবীন্দ্রভবন লাগোয়াতেই সভার অনুমতি দিয়েছে। তবে বেশ কিছু শর্ত পালন করতে নির্দেশ দিয়েছে। তা সবই কোভিড সংক্রান্ত। এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। কোর্টে যাওয়ার জন্য মঞ্চ তৈরি অসমাপ্ত রেখেছিল বঙ্গের শাসক দল। এখন আদালতের নির্দেশ তাঁদের দিকে আসার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল নেতা কর্মীরা। মঞ্চ বাঁধার কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। কুণাল ঘোষের কটাক্ষ, আদালতের রায়ে বিপ্লব দেব প্রশাসন পরাজয় ঘটল। তাঁদের নৈতিক জয় হয়েছে।

তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এক টুইটে আদালতের রায়কে স্বাগত জানান। তিনি লেখেন, “আমি ত্রিপুরা হাইকোর্টকে ধন্যবাদ জানাই আমাদের সভা করার অনুমতি দেওয়ার জন্য।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টুইটে উদ্ধৃত করে লেখেন, সভার স্থান একই থাকছে, তবে লোক সংখ্যায় নিষেধাজ্ঞা থাকছে। এর পর ত্রিপুরা পুলিশকে একহাত নেন তিনি।

জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করেই রবীন্দ্র ভবন এলাকাতেই সভার অনুমতি দিয়েছে আদালত। কোভিড পরিস্থিতির দিকে নজর দিয়ে অভিষেকের সভায় দর্শক সংখ্যা সীমিত করার নির্দেশ দেয় আদালত। যেমন সভায় দর্শক সংখ্যা ৫০০ করতে হবে, গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে এলাকা। শুধুমাত্র সেন্ট্রাল জেল গ্রাউন্ড ও নেতাজি স্কুল প্রাঙ্গণে গাড়ি রাখা যাবে। পুরো বিষয়ে নজরদারি করবে ত্রিপুরা পুলিশ। নাকা চেকিং হবে। লক্ষ্য রাখা হবে কোনওভাবেই যেন সভাস্থলে সদস্য সংখ্যা ৫০০ না পেরোয়। পাশাপাশি তৃণমূল নেতৃত্বকেও পুলিশের কাজে সহযোগিতা করতে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে বলেছে আদালত। আর তৃণমূল নেতৃত্বও তা মানবে বলে জানিয়েছেন।

এদিকে আদালতের এই রায় সামনে আসার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অভিষেকের পোস্ট, বদলা নয় বদল চাই। ২০১১ সালে বাংলায় মমতার তোলা পরিবর্তনের স্লোগান এক দশক পর ত্রিপুরায় প্রয়োগ করছেন অভিষেক।

উল্লেখ্য, অভিষেকের এই সভা ঘিরে জোর কাজিয়া বাঁধে। প্রথমে করোনা রিপোর্ট বাধ্যতামূলক করে ত্রিপুরা প্রশাসন। তার পর আবার সভাস্থল পরিবর্তনের কথা বলে ত্রিপুরা পুলিশের চিঠি যায় তৃণমূল নেতৃত্বের কাছে। অভিষেকের ত্রিপুরায় সভা করার আগে সব মিলিয়ে প্রায় ১৫ দফা শর্ত জানিয়ে দেয় ত্রিপুরা পুলিশ। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেয় তৃণমূল। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।

আরও পড়ুন: Tripura TMC: আগরতলায় অভিষেকের সভার জন্য ১৫ দফা শর্ত বেঁধে দিল পুলিশ

Next Article