UAPA: ত্রিপুরার দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের, কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 04, 2023 | 8:02 AM

Tripura: বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে এই দুই গোষ্ঠী ও তাদের সমস্ত শাখা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে। আজ, ৩ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামী পাঁচ বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

UAPA: ত্রিপুরার দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের, কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
ফাইল চিত্র
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: তিপ্রাল্য়ান্ডের দাবিতে সরব দুই গোষ্ঠীকে নিষিদ্ধ বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা ও অল ত্রিপুরা টাইগার ফোর্সকে বেআইনি গ্রুপ বলে ঘোষণা করা হয় এবং আগামী পাঁচ বছরের জন্য তাদের নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। আজ, বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে এই দুই গোষ্ঠী ও তাদের সমস্ত শাখা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে। আজ, ৩ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামী পাঁচ বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির বিরুদ্ধে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা ও অল ত্রিপুরা টাইগার ফোর্স-এই দুই গোষ্ঠী বা তাদের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠলে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

সূত্রের খবর, ওই দুই সংগঠনের সঙ্গে উত্তর-পূর্বের একাধিক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ রয়েছে। তবে কেন্দ্রের বিবৃতিতে এই সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার কারণ হিসাবে হিংসামূলক কার্যকলাপে জড়িত থাকা, উত্তর-পূর্বের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে বেআইনিভাবে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য ক্ষতিকর, এমন হিংসাত্মক ও বেআইনি কার্যকলাপে জড়িত থাকা, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে হত্যা, ত্রিপুরার ব্যবসায়ী ও জনসাধারণের কাছ থেকে তোলাবাজি, সংগঠনের সদস্যদের নিরাপদ আশ্রয়, প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র রাখার লক্ষ্যে প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তোলা হয়েছে।

১৯৯৬ সালে বাম আমলে ত্রিপুরায় এই দুই সংগঠনের উৎপত্তি হয়েছিল বলেই জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে।

Next Article