Kunal Ghosh: ‘হুবহু একই ধারা’! কুণালের বিরুদ্ধে ত্রিপুরায় আরও ৪ টি মামলা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 11, 2021 | 10:10 AM

Kunal Ghosh: মামলার তদন্তে তৃণমূল মুখপাত্রকে তলব করল ত্রিপুরা পুলিশ। ওমরপুর ও ওম্পি থানা নোটিস পাঠিয়েছে।

Kunal Ghosh: হুবহু একই ধারা! কুণালের বিরুদ্ধে ত্রিপুরায় আরও ৪ টি মামলা
ত্রিপুরায় কুণাল (ফাইল ছবি-PTI)

Follow Us

ত্রিপুরা: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আরও চারটি মামলা রুজু হল ত্রিপুরায়। কুণালের বিরুদ্ধে ২ মন্তব্যে চলতি সপ্তাহেই ৩ মামলা রুজু হয়েছে । অমরপুর, ওম্পি থানা নোটিস পাঠায় কুণাল ঘোষকে। তার আগে আরও দুটি মামলা হয়। এই নিয়ে মোট ৯ টি মামলা দায়ের হল কুণালের বিরুদ্ধে।

মামলার তদন্তে চলতি সপ্তাহেই তৃণমূল মুখপাত্রকে তলব করে ত্রিপুরা পুলিশ। ওমরপুর ও ওম্পি থানা ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে। গতবারই মামলার খবর সামনে আসার পর কুণাল ঘোষ বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েই বিজেপি একের পর এক মামলায় তাঁর কণ্ঠরোধের চেষ্টা করছে।

এবারের মামলার কথা নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “ত্রিপুরা সরকার আমার নামে আরও চারটি মামলা দিল। হুবহু এক ধারায়। এখনও পর্যন্ত এই ইস্যুতে ৯টি মামলা হল। ওরা জয় শ্রীরাম বলে হামলা করবে। আমি সীতার পাতালপ্রবেশ বললে মামলা। আজ আগরতলা যাচ্ছি। পুলিশ এত মামলা, নোটিসে পরিশ্রম না করে আমাকে গ্রেফতার করুক।
তৃণমূলকে ঠেকাতে হামলা-মামলার ছক।”

রাম রাজ্যে কেন সীতার পাতাল প্রবেশ? প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। পাশাপাশি রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরোধিতা করেছিলেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে মূলত এই দুটি অভিযোগ। আগরতলার পশ্চিম থানার তরফ থেকে এর আগে নোটিস জারি হয়েছিল। এবারের দুই থানার তরফে পাঠানো নোটিসে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ত্রিপুরায় যে রাজনৈতিক আবহ তৈরি করা হয়েছে অর্থাত্ বিজেপি -তৃণমূল দ্বৈরথ, তাতে এই নোটিস আরও ঘৃতাহুতি করল বলেই মনে করছেন বিশ্লেষকরা। আগরতলায় এখন পুরভোটের প্রস্তুতি চলছে। এই সপ্তাহে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আরও নতুন তিনটি মামলা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “বিজেপি একেবারে কোণঠাসা। ওরা ভয় পেয়ে গিয়েছে। তৃণমূলের নেতাদের হামলা-মামলা এসব দিয়ে ব্যতিব্যস্ত করার চক্রান্ত করছে ওরা। আবার তিনটে মামলা দিয়েছে তাই। ওরা রাম রাজ্য বলতে পারে। আমি সীতার অগ্নিপরীক্ষা, সীতার পাতালপ্রবেশ বলতে পারব না। ওরা মামলা দিচ্ছে। ত্রিপুরার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে মামলা দিচ্ছে। আমারই ভালো। ত্রিপুরা অত্যন্ত সুন্দর রাজ্য। ওখানকার অনেক জায়গায় আমার ঘোরা হয়নি। এবার ঘুরব।”

তাঁর আরও সংযোজন, “কোনও নোটিস পেলে আমি সাধারণত সশরীরে সেখানে যাই। কিন্তু এবার আদালত ঠিক করে দিক, রামায়ণের কোন অংশটা বিজেপি বলবে আর কোন অংশটা আমরা বললে বিজেপি মামলা করবে। এটা তো হবে না। ওরা যদি ভাবে মামলা দিয়ে আমার কন্ঠরোধ করবে, তা হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর ত্রিপুরা উদ্বীপ্ত হয়ে রয়েছে। ওখানকার তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে।”

আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ! কী বললেন দিলীপ ঘোষ?

Next Article