Tripura BJP: ৬ হাজারের বেশি সমর্থক নিয়ে অন্য দলে যোগ শীর্ষ বিজেপি নেতার, চাপ বাড়বে?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 24, 2022 | 12:16 PM

Tripura: ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে দেববর্মার উত্থান হয়েছে। ত্রিপ্রার নেতৃত্বে একটি বিজেপি বিরোধী রাজনৈতিক ফ্রন্ট তৈরি হতে পারে।

Tripura BJP: ৬ হাজারের বেশি সমর্থক নিয়ে অন্য দলে যোগ শীর্ষ বিজেপি নেতার, চাপ বাড়বে?
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

আগরতলা: আগামী বছরই ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। কিন্তু আসন্ন নির্বাচনের আগেই আদিবাসী অধ্যুষিত অঞ্চলে বড় ধাক্কা খেল বিজেপি ও আইপিএফটি জোট। স্বশাসিত জেলা পরিষদের বিরোধী দলনেতা হংস কুমার ত্রিপুরা রাজ্যের একমাত আদিবাসী পরিষদের শাসকের দায়িত্বে থাকা দল ত্রিপ্রা মোথাতে যোগ দিয়েছেন। হংস ত্রিপুরার সঙ্গে ৩ হাজার পরিবারের প্রায় ৬ হাজার ৫০০ জন কর্মী সমর্থকও এই দলে যোগদান করেছেন। রাজ পরিবারের সদস্য প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মার থেকে দলীয় পতাকা তুলে নিয়েছেন।

২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে দেববর্মার উত্থান হয়েছে। ত্রিপ্রার নেতৃত্বে একটি বিজেপি বিরোধী রাজনৈতিক ফ্রন্ট তৈরি হতে পারে। এমনকী কংগ্রেস ও সিপিএমের মতো রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলিও ওই বিজেপি বিরোধী ফ্রন্টে যোগদান করতে পারে। এমনটা হলে তা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মানিকপুরে ঢালাই জেলায় বিশাল যোগদান সমাবেশে হংস ত্রিপা মোথাতে যোগদান করেন। দলত্যাগের কারণ হিসেবে হংস জানিয়েছেন, বিজেপি সাধারণ মানুষদের জন্য কোনও কাজ করে না। শুধুমাত্র মন্ত্রী ও বিধায়করা বিজেপি করে প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে উঠছেন।

আদিবাসী সমর্থকদের একটা বড় অংশ বিজেপি ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়া উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। প্রকাশ্যে বিজেপি বলছে, এর কোনও রাজনৈতিক প্রভাব পড়বে না। তবে ত্রিপুরার বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে আদিবাসী সম্প্রদায়ের সমর্থন চলে গেলে তা বিজেপির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তাঁরা। চলতি বছরের শেষে আদিবাসী পরিষদের আসন্ন গ্রাম কমিটির নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৈরি হওয়ার দু’মাসের মধ্যেই গত বছর স্বশাসিত জেলা পরিষদে ২৮টি আসনের মধ্যে ২০টি আসনে জয়ী হয়েছিল ত্রিপ্রা মোথা। সেখানে বিজেপির আসন সংখ্যা ৮।

Next Article