আগরতলা: ত্রিপুরার কারখানায় হতে তৈরি করা হচ্ছে সেই চা। কো অপারটিভ সোস্যাইটি ওই কারখানা চালায়। গলফ ও ডেনমার্কে সেই চা পাঠানো হবে বলে জানা গিয়েছে। ১২,৫০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হবে সেই চা। এত বেশি দামে চা বিক্রি এই প্রথম।
জানা গিয়েছে, ডেনমার্কে পাঠানোর জন্য অমৃতসরের একটি সংস্থা ইতিমধ্যেই সেই চা কিনে নিয়েছে। এ কথা জানিয়েছেন ত্রিপুরা টি ডেভলপমেন্ট করপোরেশনের বোর্ড অব ডিরেক্টরদের সদস্য দিগন্ত বর্মন। তিনি বলেন, ‘ ত্রিপুরার চা জাতীয় ও আন্তর্জাতিক বাজারেও খ্যাতি কুড়োতে পারে। মূলত বিশেষ নির্যাসের জন্য বিখ্যাত এই চা। তিনি আরও জানিয়েছেন আন্তর্জতিক বাজারে কখনও এত বেশি দামে চা বিক্রি হয়নি। সর্বোচ্চ ১০ হাজার টাকায় বিক্রি হয় এর আগে।
আরও পড়ুন: দেশে ট্রায়াল না হলে অনুমোদন পাবে না বিদেশি ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রক
ত্রিপুরার পঞ্চম নগরে তৈরি হয় এই চা। নীর্মহল চা নামে এটি বিক্রি হয়। এই চা তৈরিতে এক বিশেষ পন্থা নেওয়া হয়। তবে সেই গোপন উপায়ের কথা সামনে আনে না এই সংস্থা।
আরও পড়ুন: করোনার ধাক্কায় একাধিক রাজ্যে স্থগিত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা