Truck Drivers Protest: এবার কাজে ফেরার পালা, কেন্দ্রের আশ্বাসে বিক্ষোভ তুলে নিল ট্রাকচালকরা

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 03, 2024 | 7:49 AM

Hit & Run Rules: মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেন, "অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্টের প্রতিনিধিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। সরকার সকলকে জানাতে চায় যে নতুন আইন এখনও কার্যকর হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬/২ ধারা কার্যকর করার আগে আমরা অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করব, এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।"

Truck Drivers Protest: এবার কাজে ফেরার পালা, কেন্দ্রের আশ্বাসে বিক্ষোভ তুলে নিল ট্রাকচালকরা
আজ থেকে বিক্ষোভ তুলে নিচ্ছেন ট্রাকচালকরা।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: অবশেষে কাটল জট। দেশজুড়ে বিগত কয়েকদিন ধরে চলা ট্রাকচালকদের বিক্ষোভে (Truck Drivers Protest) পড়ল ইতি। সংশোধিত “হিট অ্যান্ড রান” (Hit & Run) আইন নিয়ে কেন্দ্রের আশ্বাসের পরই বিক্ষোভ তুলে নিল ট্রাকচালকরা। জানা গিয়েছে,কেন্দ্রের  সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার (Ajay Bhalla) আশ্বাসের পরই অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের তরফে বিক্ষোভ তুলে নেওয়ার ঘোষণা করা হয়। আজ থেকেই সমস্ত ট্রাকচালকদের কাজ শুরু করতে বলা হয়েছে।

নতুন বছরের শুরু থেকেই বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখাচ্ছিলেন ট্রাকচালকরা। ‘হিট অ্যান্ড রান’-র ক্ষেত্রে কেন্দ্রের সংশোধিত আইনে সর্বোচ্চ সাজা ২ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করতেই বিক্ষোভে পথে নামেন ট্রাকচালকরা। হাইওয়েগুলিতে পড়ে লম্বা ট্রাকের লাইন। এদিকে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহও ক্ষতিগ্রস্থ হয় ট্রাকচালকদের এই বিক্ষোভের কারণে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেন, “অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্টের প্রতিনিধিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। সরকার সকলকে জানাতে চায় যে নতুন আইন এখনও কার্যকর হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬/২ ধারা কার্যকর করার আগে আমরা অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করব, এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্যদিকে, কেন্দ্রের আশ্বাসের পর অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্টের কোর কমিটির চেয়ারম্যান বাল মলকিতও জানান যে নতুন আইন এখনও কার্যকর করা হয়নি। তাদের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই তারা বিক্ষোভ তুলে নিচ্ছেন।

Next Article
Kamduni Case: রাষ্ট্রপতি ও অমিত শাহর সঙ্গে দেখা করতে চায় কামদুনির নির্যাতিতার পরিবার
Govt Guidelines: ICU-তে ভর্তি কখন? গাইডলাইন দিল কেন্দ্র