Haryana: অবৈধ খনিতে অভিযানে যাওয়া পুলিশকে পিষে মারার চেষ্টা ডাম্পারের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 05, 2023 | 3:09 PM

পুলিশের উচ্চ পদস্থ কর্তা-সহ বিশাল পুলিশবাহিনী পৌঁছে গিয়েছিল অবৈধ খনন সাইটে। কিন্তু সেখানে গিয়ে পুলিশের উপরই হামলার অভিযোগ উঠল।

Haryana: অবৈধ খনিতে অভিযানে যাওয়া পুলিশকে পিষে মারার চেষ্টা ডাম্পারের
অবৈধ খনিতে পুলিশের হানা

Follow Us

কার্নাল: অবৈধ খনি থেকে চলছে খননকার্য। মাফিয়াদের নেতৃত্বে অবৈধ ভাবে চলছে খনি। এই খবর পেয়ে অভিযানে গিয়েছিল পুলিশ।  সেখানকার জেলা পুলিশকর্তার অভিযোগ তাঁকে চাপা দিয়ে খুন করার চেষ্টা করে একটি ডাম্পার। যদিও ডাম্পারের চাপা দেওয়ার চেষ্টা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে সমর্থ হন তিনি। এর জেরে বড়সড় আঘাত থেকে রক্ষা পেয়েছেন ওই পুলিশ অফিসার। পুলিশের উচ্চ পদস্থ কর্তা-সহ বিশাল পুলিশবাহিনী পৌঁছে গিয়েছিল অবৈধ খনন সাইটে। কিন্তু সেখানে গিয়ে পুলিশের উপরই হামলার অভিযোগ উঠল।এই ঘটনা ঘটেছে হরিয়ানার কার্নালে। সেখানকার ঘারুন্দায় অবৈধ খনিতে অভিযানে গিয়েছিল পুলিশ।

সেখানকার ডেপুটি পুলিশ সুপার মনোজ কুমার জানিয়েছেন অবৈধ খনিতে অভিযানে গিয়ে তাঁদের উপর হামলার চেষ্টা করে সেখানে থাকা ডাম্পার। এ নিয়ে তিনি বলেছেন, “ঘারুন্দাতে অবৈধ খনি নিয়ে খবর ছিল আমাদের কাছে। সেই খবর পেয়ে আমরা অভিযানে গিয়েছিলাম। তখন একটি ডাম্পার-লরি আমাদের চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে।” ডাম্পারের এই চেষ্টা থেকে নিজেদের বাঁচাতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার। তিনি বলেছেন, “আমরা কোনও আঘাত পাইনি। বেশ কিছু দিন ধরেই ওখানে অবৈধ খননকার্য চলছিল।”

ঘটনা নিয়ে কার্নালের পুলিশ সুপার গঙ্গা রাম পুণিয়া জানিয়েছেন, অবৈধ খননের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচেষ্ট খনি দফতর ও পুলিশ। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বিষয়টি নিয়ে বলেছেন, “ডেপুটি পুলিশ সুপার ও সেখানকার মহকুমা শাসক গিয়েছিলেন অবৈধ খনিতে। সেথানে গত কয়েক দিন ধরে অবৈধ খনন চালানোর অভিযোগ ছিল। অফিসাররা সেখানে গেলে একটি ডাম্পারের চালক তাঁদেরকে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। বিষয়টি নিয়ে খনি দফতর ও পুলিশ পদক্ষেপ করছে।”

Next Article