TV9 বাংলা ডিজিটাল: হোয়াইট হাউস দখলের দৌড়ে রণক্লান্ত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তড়তড়িয়ে এগিয়ে চলেছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন (Joe Biden)। ট্রাম্পের পরিস্থিতি যে বেগতিক, বুঝছে গোটা বিশ্ব। বুঝছে এ দেশের ক্ষমতাসীন দল বিজেপিও। তাই বোধহয় ভোট প্রচারে গিয়ে আচমকা সুর বদল বিজেপির। ‘বন্ধু’ ট্রাম্পকে ভরা সভায় অনায়াসে বলে দিল ‘ব্যর্থ’। বিহারে চলছে বিধানসভা ভোট। তৃতীয় দফা ভোটের আগে বৃহস্পতিবার দ্বারভাঙায় প্রচারে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সেখানেই তিনি বলেন, “নোভেল করোনা (COVID) ভাইরাস থেকে দেশকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নরেন্দ্র মোদী (Narendra Modi) তা করে দেখিয়েছেন। দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন দক্ষভাবে।”
#WATCH: Results of US elections are being declared and the allegation against Donald Trump is that he could not handle COVID-19 properly, but Modi ji saved the country with 130-crore population by taking timely decision: BJP President JP Nadda in Darbhanga#BiharElections pic.twitter.com/Rs67IHqHDL
— ANI (@ANI) November 5, 2020
জেপি নাড্ডা বলেন,”আমেরিকার ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি কোভিড-১৯ পরিস্থিতি ঠিকভাবে সামাল দিতে পারেননি। কিন্তু মোদীজী দেশ ও দেশের ১৩০ কোটি মানুষকে রক্ষা করেছেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করেছেন।” যদিও ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই একাধিকবার অভিযোগ তুলেছেন, কারচুপির কারণেই তাঁকে পিছিয়ে পড়তে হচ্ছে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্পের ‘স্বেচ্ছাচারিতা’ নিয়ে ক্ষোভ বেড়েছে সে দেশের মানুষের মধ্যে। এমন মহামারীতেও তাঁর গা ছাড়া ভাব ভালভাবে নেননি সে দেশের মানুষ। খুব স্বাভাবিকভাবেই ভোটবাক্সেও তার প্রভাব পড়েছে। এদিন জেপি নাড্ডা বারবার বোঝাতে চেয়েছেন, ভারতে তেমনটা হয়নি। কেন্দ্রীয় সরকারের ‘পারফর্ম্যান্স’ এক্ষেত্রে খুবই ভাল।
যদিও কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, এখনও অবধি দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ লক্ষ ৬৪ হাজার ৮৬ জন। একদিনে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পার করেছে বৃহস্পতিবার। এখনও অবধি ভারতে করোনার বলি ১ লক্ষ ২৪ হাজার ৩১৫ জন।
কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জয়-পরাজয়ের থেকেও এখানে গুরুত্বপূর্ণ বিজেপির সর্বভারতীয় সভাপতির ট্রাম্পকে নিয়ে এ হেন মন্তব্য। বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীর ‘ভাল বন্ধু’ হিসাবেই জনসমক্ষে পরিচিত ট্রাম্প। দু’জনেই সে কথা স্বীকারও করেছেন। সুদূর আমেরিকা থেকে ভারত ভ্রমণে এসেছেন বন্ধুর ডাকে। সস্ত্রীক ঘুরেছেন ভারতের বিভিন্ন শহর। হিউস্টনে ‘হাউডি মোদী’ নিয়েও ট্রাম্পের উন্মাদনা কম ছিল না। কিন্তু হঠাৎ আমেরিকা ভোটে হাওয়া ঘুরতেই জেপি নাড্ডার এ হেন মন্তব্য উষ্কে দিয়েছে প্রশ্ন। তবে কি ভোটের ফলাফল বদলে দেবে ‘ভাল বন্ধুত্ব’র সমীকরণটাও।