TV9 Festival of India: ২৫০টি স্টলে পণ্যের সম্ভার, প্রথমদিনই ‘TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’কে ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো
TV9 Festival of India: TV9 নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা বলেন, 'সারা দেশে প্রতিটি ভাষায় TV9 কাজ করছে। সারা দেশে প্রতিনিধিত্ব রয়েছে। তাই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতি খুঁজে পাওয়া যাবে এই ফেস্টিভালে।'
Most Read Stories