নয়া দিল্লি: গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ইতিমধ্যে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি (ED)। সেই চার্জশিটে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে এবং রাজীব ভট্টাচার্য, মণীশ কোঠারি, মলয় পীঠ, এনামুল হক, সায়গল হোসেন সহ একাধিক জনের নাম রয়েছে। পাশাপাশি আর্থিক তছরুপের প্রমাণ হিসাবে ইডি-র সাপ্লিমেন্টারি চার্জশিটে (Supplementary Chargesheet) উঠে এসেছে একমাত্র সংবাদমাধ্যম হিসাবে TV9 -এর ফুটেজ। অর্থাৎ গরু পাচার মামলায় বেআইনিভাবে টাকা লেনদেনের বিভিন্ন তথ্য TV9-এর ক্যামেরায় উঠে এসেছিল। সেগুলি প্রমাণ হিসাবে তুলে ধরেছে ইডি। অন্যদিকে, গরু পাচার মামলায় ফাঁসানো হয়েছে দাবি জানিয়ে শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানালেন অনুব্রত-কন্যা (Sukanya Mondal)। আগামী ১২ মে এই মামলার শুনানি হবে।
আদালত সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন সুকন্যা মণ্ডল। আগামী ১২ মে ফের তাঁকে পেশ করা হবে রাউস আদালতে। এর মধ্যেই জামিনের আবেদন জানালেন সুকন্যা। গরু পাচারের বিষয়ে কিছুই জানেন না, তাঁকে ফাঁসানো হয়েছে দাবি জানিয়েই জামিনের আবেদন জানালেন তিনি। সিবিআই-এর বিশেষ আদালতে বিচারক রঘুবীর সিংয়ের বেঞ্চেই সুকন্যার জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। আগামী ১২ মে, সুকন্যার ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষের দিনেই তাঁর জামিনের আবেদনের মামলার শুনানি হবে। সুকন্যার এই আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে ইডি-কে নোটিশ দিয়েছে রাউস আদালত। অর্থাৎ কেন সুকন্যাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছিল, তাঁর বিরুদ্ধে এই মামলায় কী তথ্য-প্রমাণ মিলেছে, সেই সমস্ত বিষয়ে ইডি-কে লিখিত জবাব দিতে হবে।
প্রসঙ্গত, গরু পাচারের বিষয়ে কিছুই জানেন না, তাঁকে ফাঁসানো হয়েছে গ্রেফতারি হওয়ার পর থেকে এমনই দাবি জানিয়ে আসছেন কেষ্ট-কন্যা। ইতিমধ্যে গরু পাচার মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। গরু পাচার মামলায় সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হলেও গরু পাচারের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কোনও প্রমাণ এখনও পর্যন্ত দেখাতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দারা।