নয়া দিল্লি: ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভ নিয়ে আবারও প্রস্তুত দেশের বড় নিউজ নেটওয়ার্ক TV9। আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশাল সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতারাও উপস্থিত থাকবেন। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ সম্মেলনের তৃতীয় দিনে সত্তা সম্মেলনে অংশ নেবেন যোগগুরু রামদেব। “বিশ্বগুরু হওয়ার পথে ভারত”-এই বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন তিনি।
লোকসভা নির্বাচনের ঠিক আগেই TV9 নেটওয়ার্কের এই কনক্লেভ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে শুধু রাজনীতিই নয়, শিল্প থেকে শিক্ষা, বিনোদন-ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরাও কনক্লেভের নানান অনুষ্ঠানে অংশ নেবেন ও বক্তব্য রাখবেন। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-তে ‘গ্লোবাল স্বামী’ অনুষ্ঠানে অংশ নেবেন বাবা রামদেব। দেশের অগ্রগতি এবং বিশ্ব গুরু হওয়ার পথে ভারতের উত্থান নিয়ে তাঁর মতামত পেশ করবেন।
বাবা রামদেব দেশের প্রতিটি ঘরে যোগব্যায়ামকে পৌঁছে দিয়েছেন এবং জনপ্রিয় করে তুলেছেন। TV9-এর প্ল্যাটফর্মে, বাবা রামদেব বিগত ১০ বছরে মোদী সরকারের শাসনকালে দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে মতামত প্রকাশ করবেন। এছাড়াও তিনি বৈশ্বিক হাজারো প্রতিবন্ধকতার মাঝেও ভারত যেভাবে বিশ্ব গুরু হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আলোচনা করবেন।
দেশের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন বাবা রামদেব। প্রতিটি ঘরে তিনি পরিচিত নাম। বাবা রামদেবের জন্ম হরিয়ানায়। তিনি সংস্কৃত ব্যাকরণ এবং যোগব্যায়াম ছাড়াও দর্শন, বেদ ও উপনিষদে আচার্যের ডিগ্রি লাভ করেছেন। ১৯৯৫ সালে হরিদ্বারে দিব্য যোগ মন্দির (ট্রাস্ট) প্রতিষ্ঠা করেন বাবা রামদেব। মহর্ষি পতঞ্জলির গভীর প্রভাব ছিল তাঁর উপর। সেখান থেকেই তিনি নিজের আয়ুর্বেদিক কোম্পানি পতঞ্জলী আয়ুর্বেদ লিমিটেড তৈরি করেন। বর্তমানে আয়ুর্বেদিক ওষুধ ছাড়াও খাদ্যপণ্য, স্বাস্থ্য ও ব্য়ক্তিগত সাজসজ্জার পণ্যও রয়েছে পতঞ্জলীর। বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে পতঞ্জলী।
“হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” অনুষ্ঠানের ‘সত্তা সম্মেলনে’ যোগগুরু বাবা রামদেব ছাড়াও অনেক রাজনৈতিক নেতা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও অংশ নেবেন। এছাড়াও, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, পবন খেড়াও উপস্থিত থাকবেন।