নয়া দিল্লি: দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভের। এটি TV9 নেটওয়ার্কের আয়োজিত কনক্লেভের দ্বিতীয় সংস্করণ। আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি অবধি দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এই কনক্লেভ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সহ একাধিক শীর্ষ নেতৃত্বরা। শুধু রাজনৈতিক নেতা-মন্ত্রীরাই নন, শিক্ষা থেকে শিল্প, বিনোদন ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। এই কনক্লেভের থিম ‘ইন্ডিয়া: পয়েজড ফর দ্য নেক্সট বিগ লিপ’।
কনক্লেভের প্রথম দিনেই উপস্থিত থাকবেন পদ্মশ্রী বিজয়ী বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন। একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নাচের মাধ্যমেও বিশেষ পরিচিতি অর্জন করেছেন তিনি। TV9 নেটওয়ার্কের কনক্লেভে অংশ নেবেন রবিনা ট্যান্ডন। অনুষ্ঠানের প্রথম দিনেই, ২৫ ফেব্রুয়ারি “মহিলা নায়ক: দ্য নিউ হিরো” শীর্ষক আলোচনায় অংশ নেবেন তিনি বলিউডের কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। কেরিয়ারের উত্থান-পতন ও সাফল্য নিয়ে কথা বলবেন তিনি।
“বাউন্ডলেস ইন্ডিয়া: বিয়ন্ড বলিউড” শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন সিনেমা এবং শিল্পের বিভিন্ন ঘরানার তারকারা। বিখ্যাত পরিচালক শেখর কাপুর থেকে শুরু করে বিখ্যাত বাঁশি বাদক রাকেশ চৌরাসিয়া, যিনি সম্প্রতি গ্র্যামি পুরস্কার জিতেছেন, তাঁরা এই অনুষ্ঠানে অংশ নেবেন।
কে কে উপস্থিত থাকবেন?
শেখর কাপুর- শেখর কাপুর বলিউডের একজন বড় পরিচালক। দেশ-বিদেশের ছবি তৈরি করেছেন তিনি। তাঁর অভিনীত সিনেমার মধ্যে অন্যতম হল মিস্টার ইন্ডিয়া, মাসুম ও ব্যান্ডিট কুইন।
ক্রিস্টোফার রিপলি- বিখ্যাত সিনেমাটোগ্রাফার ক্রিস্টোফার রিপলিও অংশ নেবেন এই অনুষ্ঠানে। হলিউডের একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।
রিকি কেজ- বিখ্যাত সঙ্গীতশিল্পী রিকি কেজ। তাঁর কর্মজীবনে একাধিক গ্র্যামি পুরস্কার জিতেছেন।
রাকেশ চৌরাসিয়া- রাকেশ চৌরাসিয়া এবার ২টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তিনি দেশের অন্যতম সেরা বাঁশিবাদক।
ভি সেলভাগনেশ- পারকাশনবাদক ভি সেলভাগনেশও এই বছর গ্র্যামি পুরস্কার জিতেছেন। তিনি দক্ষিণের একজন বিখ্যাত শিল্পী এবং দীর্ঘদিন ধরে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত।