PM Narendra Modi: কীভাবে ভোটব্যাঙ্কের রাজনীতি শুরু হয়েছিল দেশে, WITT-র মঞ্চে বোঝালেন প্রধানমন্ত্রী

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 26, 2024 | 10:41 PM

What India Thinks Today: এ দিন TV9 নেটওয়ার্কের কনক্লেভ 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে'-তে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আগের সরকার মানুষকে অভাবে রাখতে ভালবাসত। নির্বাচনের সময় কিছু ঘোষণা, ভাতা দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করত। সরকার শুধু তাদের জন্যই কাজ করত, যারা তাদের ভোট দিত।"

PM Narendra Modi: কীভাবে ভোটব্যাঙ্কের রাজনীতি শুরু হয়েছিল দেশে, WITT-র মঞ্চে বোঝালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: তুষ্টিকরণ নয়, জনগণকে সন্তুষ্ট করার কাজ করে সরকার। বিগত ১০ বছরে এই মন্ত্র নিয়েই এগিয়েছে সরকার, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ (What India Thinks Today) গ্লোবাল সামিট। সেই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন, “আগের সরকার মানুষকে অভাবে রাখতে ভালবাসত। নির্বাচনের সময় কিছু ঘোষণা, ভাতা দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করত। সরকার শুধু তাদের জন্যই কাজ করত, যারা তাদের ভোট দিত। আমরা এই চিন্তাধারা বদলেছি।”

এ দিন TV9 নেটওয়ার্কের কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-তে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আগের সরকার মানুষকে অভাবে রাখতে ভালবাসত। নির্বাচনের সময় কিছু ঘোষণা, ভাতা দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করত। সরকার শুধু তাদের জন্যই কাজ করত, যারা তাদের ভোট দিত। এই কারণেই দেশে ভোট ব্যাক রাজনীতির জন্ম হয়েছিল। আমরা এই চিন্তাধারা বদলেছি। দুর্নীতিতে লাগাম টেনে সর্বত্র বিকাশ করা হয়েছে। বিগত ১০ বছরে ভারত এই মানসিকতাকে পিছনে ফেলে এগিয়ে গেছে। এখন অভাবের রাজনীতি করা হয় না, গভর্নেন্স অব স্যাচুরেশনে বিশ্বাস করা হয়। আমরা তুষ্টিকরণ না করে, জনগণকে সন্তুষ্ট করেছি। আমরা ভোট ব্যাঙ্কের রাজনীতিকে পারফরম্যান্সের রাজনীতিতে পরিণত করেছি। যখন অভাব থাকে, তখন দুর্নীতি হয়, ভেদাভেদ হয়।”

তিনি আরও বলেন, “গত ১০ বছরে আমরা রাজনীতির তুষ্টি নয়, দেশবাসীকে সন্তুষ্ট করার পথ বেছে নিয়েছি। গত ১০ বছরে এটাই আমাদের মন্ত্র, এটাই আমাদের চিন্তা। এটাই সবার সহযোগিতা, সবার উন্নয়ন। আমরা ভোট ব্যাঙ্কের রাজনীতিকে পুরোপুরি বদলে দিয়েছি। যখন অভাব থাকে, তখন দুর্নীতি ও বৈষম্য থাকে। আজ সরকার ঘরে ঘরে গিয়ে পরিষেবা দিচ্ছে। মোদীর গ্যারান্টির গাড়ি সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে জানতে চান, আপনারা পরিষেবা পাচ্ছেন কি না। এমন আগে কখনও হয়নি। এই জন্য আমি বলি, আমরা রাজনীতি নয়, রাষ্ট্রনীতিতে বিশ্বাসী। সরকার নেশন ফার্স্ট নীতিতে চলে। আমরা দেশের উন্নয়নের লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছি। ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি থেকে শুরু করে রাম মন্দির নির্মাণ, তিন তালাকে ইতি, মহিলা সংরক্ষণ, ওয়ান র‌্যাঙ্ক, ওয়ান পেনশন-সরকার নেশন ফার্স্টের চিন্তাধারা নিয়েই এই সব কাজ করেছে।”

Next Article