Amit Shah: ‘চোখে জল এসে গিয়েছিল…’, রামমন্দিরের উদ্বোধন নিয়ে বিরোধীদের নিশানা শাহর

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 27, 2024 | 11:33 PM

What India Thinks Today: রাম মন্দিরের উদ্বোধনকে বিজেপির অনুষ্ঠান করে বয়কট করেছিল বিরোধীরা। এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিজেপির কোন সদস্য ছিল রাম মন্দিরে? দেশের প্রধানমন্ত্রীকে বিজেপির লোক বললে আর কিছু বলার থাকে না। সেদিন ওই মঞ্চে সন্তরা ছিলেন আর দেশের ১৩০ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত ছিলেন।"

Amit Shah: চোখে জল এসে গিয়েছিল..., রামমন্দিরের উদ্বোধন নিয়ে বিরোধীদের নিশানা শাহর
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। অযোধ্যার পূণ্যভূমিতেই তৈরি হয়েছে রাম মন্দির। কেমন ছিল ওই দিনের অনুভূতি? রাম মন্দিরে না থেকেও, সে দিন চোখে জল এসে গিয়েছিল, এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ দিন TV9 নেটওয়ার্কের কনক্লেভে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “সবার কাছে ওই দিনটা অবিস্মরণীয় ছিল। আমাদের বৈষ্ণব রীতিতে মূর্তি দর্শন করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজ দেশবাসী চোখ বন্ধ করলেই রামলালার মূর্তি দেখতে পান। সেদিন আমি লক্ষ্মী নারায়ণ মন্দিরে বসেছিলাম। সঙ্গে ৮০০ থেকে ১০০০ জন বসেছিলেন। সবার চোখে জল এসে গিয়েছিল। আমাদের পরাজয়ের চিহ্ন ছিল যা এতদিন, আজ সেখানে পবিত্র রাম মন্দির তৈরি হয়েছে। শুধু রাম মন্দির নয়, কাশী বিশ্বনাথ করিডর তৈরি হয়েছে। সোমনাথ মন্দিরে সোনার চূড়া বসছে, কেদার-বদ্রীনাথের সংস্কার হচ্ছে। কংগ্রেস তুষ্টিকরণের জন্য় এই কাজ করত না। মোদী সরকার সেই কাজ করে। এই জন্য দেশবাসী আজ মোদীজির পাশে রয়েছে।”

রাম মন্দিরের উদ্বোধনকে বিজেপির অনুষ্ঠান করে বয়কট করেছিল বিরোধীরা। এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিজেপির কোন সদস্য ছিল রাম মন্দিরে? দেশের প্রধানমন্ত্রীকে বিজেপির লোক বললে আর কিছু বলার থাকে না। সেদিন ওই মঞ্চে সন্তরা ছিলেন আর দেশের ১৩০ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত ছিলেন।”

রামের নামে রাজনীতি হওয়া উচিত নয়, দাবি অনেকের। সমালোচকদের মুখ বন্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “রাজনীতি তখন হত, যদি মন্দির তৈরি না হত। আমরা তো মন্দির তৈরি করে সমস্যা শেষ করে দিয়েছি। কংগ্রেস ৭০ বছর ধরে গরিব, দলিতদের যোগ্য সম্মান দেয়নি। আমরা ১০ বছরেই দেশের মায়ের এলপিজির সংযোগ দিয়েছি। ১৪ কোটি বাড়িতে শৌচালয় তৈরি করা হয়েছে। ৩ কোটি মাকে ঘর দেওয়া হয়েছে। ৬০ কোটি মানুষকে রেশন দেওয়া হচ্ছে, স্বাস্থ্য চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।”

 

Next Article