নয়া দিল্লি: রাজধানীতে বসতে চলেছে TV9 নেটওয়ার্কের বার্ষিক কনক্লেভ, ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ (WITT) গ্লোবাল সামিটের দ্বিতীয় সংস্করণ। আর এই মেগা ইভেন্টের দ্বিতীয় দিনে (২৬ ফেব্রুয়ারি) অন্যতম বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মার্কিন সমাজতত্ত্ববিদ এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সালভাতোর ব্যাবোনেজ। তিনি সেটিং দ্য রেকর্ড স্ট্রেট অনুষ্ঠানের উপর বক্তব্য রাখবেন। মূলত, ভারত যেভাবে অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রসর করেছে, তার উপরই বক্তব্য রাখবেন ব্যাবোনেজ।
TV9 নেটওয়ার্কের বার্ষিক কনক্লেভের এবারের থিম রাখা হয়েছে, ‘ভারত: পরবর্তী বড় লাফ দিতে প্রস্তুত’। আগামী ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ সম্মেলনের দ্বিতীয়দিনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, ইন্ডিয়া জি-২০ শেরপা অমিতাভ কান্ত, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর-সহ বিশিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
TV9 নেটওয়ার্কের এবারের সম্মেলনে যাঁরা বক্তব্য রাখবেন তাঁদের মধ্যে অন্যতম সালভাতোর ব্যাবোনেজ। তিনি বহু বছর ধরে সমাজ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গবেষণা করছেন। বহু বই লিখেছেন। এখনও পর্যন্ত তিনি ১৪টি বই এবং কয়েক ডজন অ্যাকাডেমিক গবেষণামূলক প্রতিবেদনের লেখা ও সম্পাদনার সঙ্গে যুক্ত। মূলত, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সামাজিক পরিস্থিতি সম্পর্কেই তিনি বই ও প্রবন্ধগুলি লিখেছেন। এমনকি বর্তমানে ভারতীয় গণতন্ত্রের উপর লেখা একটি বই নিয়ে গবেষণা করছেন বলে জানা গিয়েছে। এছাড়া ব্রিকস-ভুক্ত দেশগুলির সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক গতিবিধি তিনি ভালভাবে উপলব্ধি করেছেন। স্বাভাবিকভাবেই ‘ভারত: পরবর্তী বড় লাফ দিতে প্রস্তুত’ সম্পর্কিত বিষয়ের বক্তা হিসাবে আদর্শ ব্যাবোনেজ।
উন্নয়নশীল দেশগুলির প্রাথমিক বিকাশের সময় আয়ের বৈষম্য নিয়ে দীর্ঘ গবেষণা করেছিলেন ব্যাবোনেজ। সেই গবেষণা সম্পর্কে ব্যাবোনেজ এবং হার্টমুট এলসেনহ্যান্সের যৌথভাবে লেখা একটি বই রয়েছে। যেটির নাম, ‘BRICS or Bust? এসকেপিং দ্য মিডল-ইনকাম ট্র্যাপ’। ব্রিকস-ভুক্ত দেশগুলি কীভাবে উচ্চ আয়ের দেশগুলির সঙ্গে তাল মেলাতে পারবে, সেই বিষয়টি এই বইয়ে তুলে ধরা হয়েছে। স্বাভাবিকভাবেই ভারত প্রকৃতপক্ষে কীভাবে ‘পরবর্তী বড় লাফ দিতে প্রস্তুত’- সেটা তুলে ধরার জন্য ব্যাবোনেজ আদর্শ ব্যক্তি।