Uttar Pradesh: কাবাবের স্বাদ ভাল নয়! অভিযোগ তুলে রেস্তোরাঁর কর্মীকে গুলি মদ্যপদের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 06, 2023 | 8:00 AM

কাবাবের স্বাদ ভাল নয়, এই অভিযোগ তুলে রেস্তোরাঁ কর্মীকে খুনে মূল অভিযুক্ত মায়াঙ্ক রাস্তোগি (৩৩)। তিনি এক বন্ধুকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১০টা নাগাদ ওই রেস্তোরাঁয় এসেছিলেন। সেখানে এসে চিকেন কাবাব অর্ডার দেন। সেই খাবার দেওয়ার পর অভিযুক্তরা তা খেয়ে নেন। খাওয়ার পর তাঁরা অভিযোগ করেন, খাবারের স্বাদ ভাল ছিল না।

Uttar Pradesh: কাবাবের স্বাদ ভাল নয়! অভিযোগ তুলে রেস্তোরাঁর কর্মীকে গুলি মদ্যপদের
প্রতীকী ছবি।

Follow Us

বরেলি: শহরের জনপ্রিয় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন দুই ব্যক্তি। মদ্যপ অবস্থায় ছিলেন তাঁরা। শহরের ব্যস্ত এলাকার রেস্তোরাঁয় গিয়ে কাবাবের অর্ডার দিয়েছিলেন। সময়মতো খাবারও এসেছিল। কিন্তু সেই খাবার খেয়ে মন ভরেনি মদ্যপদের। তাঁদের অভিযোগ ছিল খাবারের স্বাদ ভাল নয়। এই অভিযোগ রেস্তোরাঁর মধ্যে গোলমাল শুরু করেন তাঁরা। তাঁদের রাগ গিয়ে পড়েন রেস্তোরাঁর প্রধান রাধুনীর উপর। তাঁর উপর চড়াও হন মদ্যপরা। রেস্তোরাঁ থেকে টেনে বের করেন আনেন তাঁকে। তার উপর রাধুনীর উপর মদ্যপরা গুলি চালান বলে অভিযোগ। এর জেরে মৃত্যু হয়েছে ওই রেস্তোরাঁ কর্মীর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলিতে।

কাবাবের স্বাদ ভাল নয়, এই অভিযোগ তুলে রেস্তোরাঁ কর্মীকে খুনে মূল অভিযুক্ত মায়াঙ্ক রাস্তোগি (৩৩)। তিনি এক বন্ধুকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১০টা নাগাদ ওই রেস্তোরাঁয় এসেছিলেন। সেখানে এসে চিকেন কাবাব অর্ডার দেন। সেই খাবার দেওয়ার পর অভিযুক্তরা তা খেয়ে নেন। খাওয়ার পর তাঁরা অভিযোগ করেন, খাবারের স্বাদ ভাল ছিল না। এবং রাধুনীকে তাঁদের সামনে হাজির করানোর দাবি করেন অভিযুক্তরা। এর পরই গণ্ডগোল বাড়তে থাকে । রাধুনীকে গলা ধরে বের করে এনে গুলি করে অভিযুক্ত।

জানা গিয়েছে, অভিযুক্ত রাস্তোগি এলাকার এক জন ব্যবসায়ী। অভিযুক্ত রাস্তোগি এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির পরিবারের লোকেরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন। মৃত রাধুনী ছিলেন পরিবারের এক মাত্র রোজগেরে। তাঁর স্ত্রী ও ১০ বছরের একটি মেয়ে রয়েছে।

Next Article