সকাল সকাল গুলির লড়াই পঞ্জাবে। এ যেন পুরো সিনেমার দৃশ্য। বন্দুক উঁচিয়ে ছুটছে গুণ্ডারা। পিছনে ধাওয়া করছে একদল পুলিশ। শুক্রবার সকালের পঞ্জাবের জলন্ধারে এমন চিত্রই দেখা গেল। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের শেষে গ্রেফতার করা হয়েছে দুই গ্যাংস্টারকে। সূত্রের খবর ওই দুই ব্যক্তি কানাডা ভিত্তিক জঙ্গী সংগঠন লখবীর সিং বা লান্ডা গ্যাং-এর সঙ্গে যুক্ত। জলন্ধার জেলার ফলরিওয়াল গ্রামের প্রান্তে সকাল বেলা পুলিশের সঙ্গে এই লড়াইয়ে ৫০ রাউন্ড গুলি চলেছে বলেও জানা গিয়েছে।
পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানান, গুলি পালটা গুলিতে আঘাত পেয়েছেন দুই গ্যাংস্টার। গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন দু’জন পুলিশকর্মী। এই দিন ৭টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন এবং ৬টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
কারটারপুরের ভিখা নাংগালের বাসিন্দা জসকরণ সিং ওরফে করণ এবং মেহলি গেটের কাছে মহল্লা থানেদাড়ার বাসিন্দা ফতেহদ্বীপ সিংকে ওরফে প্রদীপ সাইনিকে একটিও কেসের বিষয়ে গ্রেফতার করে জলন্ধারের সদর পুলিশ স্টেশন।
ডিজিপি গৌরব বলেন, “গ্যাংস্টারদের ধাওয়া করা সময়, ওই দুই গ্যাংস্টার প্রথম পুলিশের উপরে গুলি চালায়। পালটা গুলি চালায় পুলিশও। ৫০ রাউন্ডের বেশি গুলি চলেছে। দুই পক্ষের গোলাগুলিতে আহত হয়েছেন দুই গ্যাংস্টার এবং দু’জন পুলিশকর্মী।”
জলন্ধরের নগরপাল স্বপন শর্মা জানান তোলাবাজি, খুন, খুনের চেষ্টার মতো একাধিক জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ওই দুই ব্যক্তি। তিনি বলেন “অভিযুক্তরা অনান্য গ্যাং মেম্বারদের অপরাধ মূলক কাজ করার জন্য অস্ত্র সরবরাহ করত।”
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই দুই ব্যক্তিই লান্ডা গ্যাং-এর সদস্য, এবং শত্রু পক্ষের দু’জনকে খুনের চক্রান্ত করছিলেন।