বুদগাম: কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় ভিনরাজ্যের শ্রমিকরা। শুক্রবার বুদগামে উত্তর প্রদেশের দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন তাঁরা। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জখম দুই পরিযায়ী শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল।
বুদগামে জলজীবন প্রকল্পে কাজ করেন উত্তর প্রদেশের ওই দুই পরিযায়ী শ্রমিক। শুক্রবার মাজহামা এলাকায় সুফিয়ান ও উসমান নামে ওই দুই শ্রমিকের উপর হামলা চালায় জঙ্গিরা। আধিকারিকরা জানান, সঙ্গে সঙ্গে ওই দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত কিছুদিনে কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। দিন চারেক আগে আখনুর সেক্টরে জওয়ানদের কনভয়ে একটি অ্যাম্বুল্যান্সে হামলা চালিয়েছিল জঙ্গিরা। নিরাপত্তাবাহিনী পাল্টা অভিযানে ৩ জঙ্গিকে নিকেশ করে। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র-শস্ত্র পাওয়া যায়। গোয়েন্দারা বলছেন, বড়সড় হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা।
গত ২৪ অক্টোবর বারামুল্লায় জওয়ানদের গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় ২ জওয়ান-সহ ৪ জন মারা যান। তার আগে গত ২০ অক্টোবর গান্দেরবল জেলায় টানেল নির্মাণে যুক্ত শ্রমিকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। এক চিকিৎসক ও ৬ নির্মাণ শ্রমিক মারা যান সেই হামলায়। তার একদিন আগেই শোপিয়ান জেলায় গুলিবিদ্ধ হয়ে বিহারের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। একের পর এক হামলার পর কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদীরা ছাড়া পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।