নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ করায় ২০ বছরের জেল দুই শিক্ষকের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 23, 2023 | 6:30 AM

৯ বছরের ওই নাবালিকা যে স্কুলে পড়তেন, সেখানে পড়াতে যেতেন অবসরপ্রাপ্ত এক শিক্ষক। বাড়িতে ঢেকে ওই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। নির্যাতিতার বাবার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ করায় ২০ বছরের জেল দুই শিক্ষকের
প্রতীকী ছবি

Follow Us

লখনউ: সরকারি স্কুলের শিক্ষক ছিলেন তাঁরা। অবসর নিয়েছেন। দুই অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে এক ৯ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। ২০২২ সালের মার্চ মাসে উত্তর প্রদেশের মুজফ্ফরপুরে ঘটে এই ঘৃণ্য ঘটনা। অভিযুক্ত দুই শিক্ষকের এক জনের বয়স ৬৫ বছর। অপর জনের বয়স ৭২ বছর। সেই ঘটনায় দুই অবসরপ্রাপ্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করেছে আদালত। গণধর্ষণের জন্য ২০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ওই দুই শিক্ষককে।

৯ বছরের ওই নাবালিকা যে স্কুলে পড়তেন, সেখানে পড়াতে যেতেন অবসরপ্রাপ্ত এক শিক্ষক। বাড়িতে ঢেকে ওই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। নির্যাতিতার বাবার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছিল।

এর পর বিষয়টি আদালতে ওঠে। নির্যাতিতা নাবালিকার জবানবন্দি নেওয়া হয়। শারীরিক পরীক্ষাতেও ধর্ষণের প্রমাণ মিলেছিল বলে জানিয়েছে পুলিশ। সেই মামলাতেই অবসরপ্রাপ্ত দুই শিক্ষকে দোষী সাব্যস্ত করল আদালত। ২০ বছরের জেলের সাজার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মামলা দায়েরের ১৫ মাস ১৮ দিনের মধ্য সাজা ঘোষণা করল আদালত।

Next Article