শ্রীনগর: বৈষ্ণো দেবী মন্দিরের পথে বড় বিপর্যয়। সোমবার (২ সেপ্টেম্বর), জম্মুর কাটরায় অবস্থিত এই তীর্থস্থানের নয়া রুটে বড় মাপের ধস নামে। এই ঘটনায় দুই মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আরও এক মহিলা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। মন্দির থেকে প্রায় ৩ কিমি দূরে অবস্থিত, পানছি হেলিপ্যাডের কাছে এই ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার অবস্থিত এই মন্দির হিন্দু ধর্মের এক উল্লেখযোগ্য তীর্থস্থান।
রিয়াসির প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, এদিন দুপুর ২টো বেজে ৩৫ মিনিট নাগাদ পানছির কাছে বড়সড় ধস নামে। ধসের জেরে একটি ওভারহেড লোহার কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে। আহত ও নিহত তীর্থযাত্রীরা সেই সময় ওই জায়গা দিয়ে মন্দিরের দিকে এগোচ্ছিলেন। লোহার কাঠামোর অংশটি তাদের উপর এসে পড়ে। তারা ওই কাঠামোর নীচে আটকে পড়েন। রিয়াসির স্পেশাল ডেপুটি কমিশনার, পল মহাজন জানিয়েছেন, এই ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে এবং আরও একটি মেয়ে গুরুতর আহত হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, ঘটনার পরপরই ঊর্ধ্বতন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।
ত্রিকুটা পাহাড়ের চূড়ায় বৈষ্ণো দেবী মন্দির। কাটরায় তীর্থযাত্রীদের জন্য বেস ক্যাম্প রয়েছে। রিয়াসির স্পেশাল ডেপুটি কমিশনার সেখানে যাচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, ধসের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ওই রুটে তীর্থযাত্রীদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
২০২২ সালের ইংরাজি নববর্ষের দিন, বৈষ্ণো দেবী মন্দিরে পদপিষ্ট হওয়া ঘটনা ঘটেছিল। ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। আরও ১৬ জন আহত হয়েছিলেন।