Sanjay Raut: ‘সুভা কা ভুলা আগর শাম কো ঘর আ জায়ে…’, একশো আসন জয়ের চ্যালেঞ্জ রাউতের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 05, 2022 | 5:18 PM

Sanjay Raut: উদ্ধব ঠাকরের সুরে সুর মিলিয়ে মঙ্গলবার (৫ জুলাই) সঞ্জয় রাউত মধ্য মেয়াদে নির্বাচনের আহ্বান জানিয়ে বললেন মহারাষ্ট্রে উদ্ধব শিবির ১০০ টিরও বেশি আসন জিতবে। তবে এখনও তিনি বিদ্রোহীদের ফিরে আসার বিষয়ে আশাবাদী।

Sanjay Raut: সুভা কা ভুলা আগর শাম কো ঘর আ জায়ে..., একশো আসন জয়ের চ্যালেঞ্জ রাউতের
সঞ্জয় রাউত (ছবি সৌজন্য এএনআই)

Follow Us

নয়া দিল্লি: সরকার পড়ে গিয়েছে। কিন্তু, বিশিষ্ট শিবসেনা নেতা সঞ্জয় রাউতের আত্মবিশ্বাস টাল খায়নি। শিন্ডে শিবিরের কাছে আস্থা ভোটে পরাজয়ের পর উদ্ধব শিবিরের নয়া চাল, মধ্য মেয়াদে নির্বাচন। অর্থাৎ, এখনই নির্বাচন করে ফয়সালা হয়ে যাক, কাদের পক্ষে রয়েছে মহারাষ্ট্রের জনতা। শিন্ডে শিবিরের দিকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন উদ্ধব ঠাকরে। মঙ্গলবার (৫ জুলাই) সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর ‘সেনাপতি’ সঞ্জয় রাউত দাবি করেছেন, এখনই ভোট হলে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা মহারাষ্ট্রে একশোটিরও বেশি আসন জিতবে। তিনি বলেন, ‘আমরা শিবসেনা হিসাবে একশোটি আসন জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। উদ্ধব ঠাকরে বলেছেন, আসুন মধ্য মেয়াদে নির্বাচন করি। তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। জানা যাবে কে জিতবে এবং কে হারবে।’

ঠাকরে নাম বাদ দিয়ে যে শিবসেনা দল হতেই পারে না, এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বস্তুত, ঠাকরে এবং শিবসেনা ‘সমার্থক’ বলে দাবি করেছেন রাউত। শিবসেনার রাজ্যসভার সাংসদ বলেন, ‘শিবসেনা বাবা ঠাকরের। অন্য কারো হতে পারে না। আপনি অর্থের মাধ্যমে এই দলকে হাইজ্যাক করতে পারবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুধু টাকা নয়, অন্য কিছুও দেওয়া হয়েছিল। যখন এই ‘কিছু’ সামনে আসবে, তখন অনেক বড় কিছু ফাঁস হবে।’


রাউত আরও বলেছেন, শিন্ডে শিবির নিজেদের মূল শিবসেনা দল বলে দাবি করতে পারে না। তিনি বলেছেন, ‘আমরা অবশ্যই আদালতে এটাকে চ্যালেঞ্জ করব। শিন্ডে গোষ্ঠী শিবসেনা ছেড়ে চলে গিয়েছে। তারা কীভাবে দাবি করতে পারে যে তাদের দলটি মূল দল? ঠাকরে নামটি শিবসেনার সমার্থক। এই বিধায়কদের (শিন্ডে শিবিরের) নিজেদের প্রশ্ন করা উচিত। নির্বাচনে জেতার জন্য তারা দলীয় প্রতীক এবং অন্যান্য সমস্ত সুবিধা ব্যবহার করেছে। তারপর সেই দলকেই ভেঙে দিচ্ছে।’ তবে বিদ্রোহী সেনা বিধায়কদের ঘরে ফেরানোর বিষয়ে এখনও আশাবাদী উদ্ধবের ‘সেনাপতি’। এখনও তিনি বলছেন, ‘ওরা আমাদের লোক, ফিরে আসবে। সুভা কা ভুলা অগর শাম কো ঘর আ জায়ে তো উসসে ভুলা না কেহতে।’

তবে, তাঁর সময়টা মোটেই ভাল যাচ্ছে না। গত শুক্রবারই (১ জুলাই) তহবিল তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ১০ ঘন্টার দীর্ঘ জেরার মুখোমুখি হতে হয়েছে। ইডি অফিস থেকে বেরিয়ে টুইট করেছিলেন, মানুষের মনে যাতে আমাদের সম্পর্কে কোন সন্দেহ না থাকে, সেই কারণে কেন্দ্রীয় সংস্থাগুলির মনের সন্দেহ দূর করতে তাদের সামনে যাওয়া আমাদের কর্তব্য। আমায় ১০ ঘন্টা জেরা করা হয়েছে এবং আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি।’ সোমবার (৪ জুলাই) আবার মুম্বইয়ের এক আদালত রাউতের বিরুদ্ধে একটি জামিনযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছে। প্রাক্তন বিজেপি সাংসদ কিরীট সোমাইয়ার স্ত্রী মেধা সোমাইয়ার দায়ের করা মানহানির মামলায় আদালতে হাজিরা না দেওয়ার জন্য এই পরোয়ানা জারি করা হয়েছে।

Next Article