UGC Flags Fake University: দেশজুড়ে ছড়িয়ে ভুয়ো বিশ্ববিদ্যালয়! উত্তর প্রদেশে মিলল ৫টি, বাংলায় কতগুলি পেল UGC?
22 Fake University in India: কমিশনের যুক্তি, যে সকল বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেন্দ্র ও রাজ্য শিক্ষা আইনের আওতায় তৈরি নয়, সেগুলি দ্বারা প্রদত্ত শংসাপত্র ও ডিগ্রিকে ধারা ২ ও ৩-এর আওতায় ভুয়ো বলে গ্রহণ করা হবে। সহজ কথায়, এই সকল বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিগ্রি মঞ্জুরি কমিশন স্বীকৃত নয়। তাই পড়ুয়াদের আগাম সতর্ক করতেই প্রতিবছর এই বিজ্ঞপ্তি জারি করে তাঁরা।

নয়াদিল্লি: বাংলায় খোঁজ মিলল ভুয়ো বিশ্ববিদ্য়ালয়ের। হদিশ দিল খোদ বিশ্ববিদ্য়ালয় মঞ্জুরি কমিশন। সোমবার নিজেদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাঁরা। তাতেই এই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছে কমিশন। অবশ্য, শুধুই বাংলা নয়, ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ মিলেছে দেশের সর্বত্র। ইউজিসি জানিয়েছে, গোটা দেশজুড়ে ২২ বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে। কিন্তু বাংলা ছাড়া কমিশনের তালিকায় ঠাঁই পেল আর কোন কোন রাজ্য?
প্রতিবছরই নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে দেশজুড়ে গজিয়ে ওঠা ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে ইউজিসি। সেই মতো এই বছরও একাধিক ভুয়ো বিশ্ববিদ্য়ালয়ের নাম প্রকাশ করেছে তাঁরা। কমিশনের যুক্তি, যে সকল বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেন্দ্র ও রাজ্য শিক্ষা আইনের আওতায় তৈরি নয়, সেগুলি দ্বারা প্রদত্ত শংসাপত্র ও ডিগ্রিকে ধারা ২ ও ৩-এর আওতায় ভুয়ো বলে গ্রহণ করা হবে। সহজ কথায়, এই সকল বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিগ্রি মঞ্জুরি কমিশন স্বীকৃত নয়। তাই পড়ুয়াদের আগাম সতর্ক করতেই প্রতিবছর এই বিজ্ঞপ্তি জারি করে তাঁরা।
কোথায় কোথায় মিলল ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ?
কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, এই ২২টি ভুয়ো শিক্ষাপ্রতিষ্ঠান মানুষের কাছে নিজেদের বিশ্ববিদ্যালয় বলে দাবি করেছে। যাদের সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছে দিল্লিতে। সেখানে মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে ভুয়ো হিসাবে চিহ্নিত করেছে ইউজিসি। ৫টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলেছে যোগীরাজ্য উত্তর প্রদেশে। এছাড়াও কেরল, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে মিলেছে দু’টি করে এবং মহারাষ্ট্র-পুদুচেরিতে মিলেছে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই ভুয়ো প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে চিঠি পাঠিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলেছে ইউজিসি।
বলে রাখা প্রয়োজন, পশ্চিমবঙ্গে খোঁজ মেলা দু’টি বিশ্ববিদ্য়ালয়ই যুক্ত মেডিসিন-শিক্ষার সঙ্গে। একটি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন, অন্যটি হল ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। আপাতত এই দু’টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করেছে ইউজিসি।
