UK Fighter Jet in India: খুলে ফেলা হবে খোলনলচে! দিনের পর দিন দেশের বিমানবন্দরে পড়ে থাকা ব্রিটিশ রণতরীর এ কী পরিণতি?
UK Fighter Jet in India: খুলে ফেলা হবে খোলনলচে! দিনের পর দিন দেশের বিমানবন্দরে পড়ে থাকা রণতরীর এ কী হাল হচ্ছে?

তিরুবনন্তপুরম: কেটে গিয়েছে কয়েক সপ্তাহ। বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমান বেজায় পড়ে রয়েছে ভারতের মাটিতে। তাকিয়ে দেখারও কেউ নেই। গতমাসের ১৪ তারিখ কেরলের তিরুবনন্তপুরম জরুরি অবতরণ করে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর F-35 যুদ্ধবিমান। সেই থেকেই এই দেশেই পড়ে রয়েছে সেটি।
তিরুবনন্তপুরম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কীভাবে এই যুদ্ধবিমান নিজ দেশে ব্রিটেন ফেরত নিয়ে যাবে, তা ঠাওর করে উঠতে পারছে না। এই পরিস্থিতি ভারতের দিকে তাকিয়ে রয়েছে তারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনকে একটি সেনা কারগো বিমান পাঠাতে বলেছে তিরুবনন্তপুরম বিমানবন্দর। কিছু ইঞ্জিনিয়ার ডেকে যতটা সম্ভব বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমানের যন্ত্রপাতি, ডানা খুলে দেবে তারা। তারপর সেই প্রতিটি যন্ত্রাংশকে নিয়ে নিজ দেশে রওনা দেবে ব্রিটিশ কারগো বিমানটি।
এর আগে বহুবারই সেই বিমানটিকে মেরামত করার চেষ্টা করেছেন তিরুবনন্তপুরম বিমানবন্দরে কর্মরত ইঞ্জিনিয়াররা। কিন্তু কোনও মতেই ওড়ার অবস্থায় নেই এটি। ব্রিটেনে কাছে ইঞ্জিনিয়ার পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হলে, তারা কোনও ‘রা’ কাটে না। এই পরিস্থিতিতে আপাতত গোটা যুদ্ধবিমানটা খুলেই বিমানে ভরে দেওয়ার পরিকল্পনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই বিমান এতদিন ধরে পড়ে থাকা কোনও স্বাভাবিক ঘটনা নয়। সাধারণ ভাবে এফ৩৫ বিশ্বের সবচেয়ে দামি ও উন্নতমানের যুদ্ধবিমান। অত্যন্ত সংকীর্ণ জায়গা থেকে উড়ে যেতে এই বিমানের কোনও অসুবিধা হয় না। মার্কিন সংস্থা ‘লকহেড মার্টিন’ এই বিমান তৈরি করে থাকে। যা বর্তমানে আমেরিকা, ব্রিটেন এবং নেটো বাহিনীর কাছেই রয়েছে। ইজরায়েল-ইরান যুদ্ধকালীন পরিস্থিতি আমেরিকার থেকে এই বিমান ধার করে ময়দানে নেমেছিল নেতানিয়াহুর আকাশ রক্ষকরাও।

