Sheikh Hasina: ‘প্রস্তুত নয়’ ব্রিটেন, বৈঠক অজিত ডোভালের সঙ্গে, কোথায় যাবেন হাসিনা?

Aug 05, 2024 | 7:49 PM

Sheikh Hasina: সোমবার (৫ জুলাই), দুপুরেই সামরিক হেলিকপ্টারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, 'গণভবন' ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর, বাংলাদেশ বায়ুসেনার একটি বিমানে তিনি এসেছেন ভারতে। লন্ডনে যেতে চান তিনি, তবে ইংল্যান্ড নাকি তাঁকে আশ্রয় দিতে প্রস্তুন নয়। এর মধ্যে হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে সদ্য-প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৈঠক করলেন অজিত ডোভাল।

Sheikh Hasina: প্রস্তুত নয় ব্রিটেন, বৈঠক অজিত ডোভালের সঙ্গে, কোথায় যাবেন হাসিনা?
অজিত ডোভাল ও শেখ হাসিনা (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: সোমবার (৫ জুলাই), দুপুরেই সামরিক হেলিকপ্টারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, ‘গণভবন’ ছেড়েছিলেন সেখ হাসিনা। তারপর, বাংলাদেশ বায়ুসেনার একটি বিমানে তিনি এসেছেন ভারতে। নয়া দিল্লির কাছে, গাজিয়াবাজে ভারতীয় বায়ুসেনার হিন্দোন ঘাঁটিতে নেমেছে শেখ হাসিনার বিমান। এরপর কোথায় যাবেন তিনি? সূত্রের খবর লন্ডনে যেতে চান শেখ হাসিনা। তাঁর বোন, শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। তবে, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দিতে এখনই প্রস্তুত নয় ব্রিটেন। তারা জানিয়েছে, শেখ হাসিনাকে তারা এউ মুহূর্তে আশ্রয় দিতে পারবে না। তাহলে কি ভারতেই থাকবেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী?

আপাতত, হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতেই আছেন শেখ হাসিনা। দুই-তিনদিন অন্তত তিনি ভারতেই থাকবেন বলে শোনা যাচ্ছে। তিনি লন্ডন উড়ে যেতে চেয়েছিলেন। কিন্তু, পরিবর্তিত পরিস্থিতিতে, এখনও তিনি তাঁর পরবর্তী পদক্ষেপ ঠিক করেননি বলে জানা গিয়েছে। তিনি এখনও পর্যন্ত ভারত সরকারের কাছে কোনও সাহায্য চাননি বলেই জানা গিয়েছে। তবে সরকারি সূত্রের খবর, শেখ হাসিনা কোনও অনুরোধ করলে, ভারত সরকার তা বিবেচনা করবে। এদিন হিন্দোন বিমান ঘাঁটিতে গিয়ে প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুই জনের প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক হয়। দুজনের মধ্যে কী কথা হয়েছে তাও জানা যায়নি। বৈঠকের পর বায়ুসেনা ঘাঁটি ত্যাগ করেছেন অজিত ডোভাল।

এদিকে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে ভারত সরকার। বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে সরকার। তাই উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সবকিছু জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ সচিবকে নিয়ে তাঁকে সংসদ ত্যাগ করতে দেখা যায়। তার আগে সংসদে বিদেশমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী।

Next Article