ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছিল, হাত ধরতেই তড়াক করে উঠে দাঁড়াল ‘মৃতদেহ’! হাসপাতালে হুলুস্থুলু কাণ্ড

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 25, 2024 | 10:28 AM

Bihar: এক সিভিল সার্জেন তখন ডিউটিতে ছিলেন। তিনি এসে নাড়ি পরীক্ষা না করেই যুবককে মৃত বলে ঘোষণা করে দেন। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেন। এদিকে, হাসপাতালেও খবর ছড়িয়ে পড়ে যে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ হাসপাতালের শৌচাগারে পড়ে রয়েছে। ভিড় জমে যায় হাসপাতালে। 

ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছিল, হাত ধরতেই তড়াক করে উঠে দাঁড়াল মৃতদেহ! হাসপাতালে হুলুস্থুলু কাণ্ড
মুহূর্তেই বেঁচে উঠল মৃতদেহ।
Image Credit source: TV9 ভারতবর্ষ

Follow Us

পটনা: মৃত ঘোষণা করে দিয়েছেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হবে। এমন সময়ে তড়াক করে উঠে দাঁড়াল ‘মৃতদেহ’। উঠেই চিৎকার, ‘আমি তো বেঁচে আছি’। মৃতদেহ বেঁচে উঠতেই আঁতকে ওঠেন হাসপাতালের কর্মীরা। যে ডাক্তার ‘মৃত’ ঘোষণা করেছিলেন, তিনিও হতবাক। কী করে হল এমন?

ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার একটি হাসপাতালে। বিহার শরিফ হাসপাতালের দোতলার শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ থাকতে দেখেন সাফাইকর্মী। ধাক্কাধাক্কি করেও কেউ দরজা খোলেনি। শেষে পুলিশ ডাকতে হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, শৌচাগারের মেঝেয় পড়ে রয়েছে এক যুবক। ডাকাডাকি করেও সাড়া মেলেনি।

ডেকে আনা হয় চিকিৎসককে। এক সিভিল সার্জেন তখন ডিউটিতে ছিলেন। তিনি এসে নাড়ি পরীক্ষা না করেই যুবককে মৃত বলে ঘোষণা করে দেন। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেন। এদিকে, হাসপাতালেও খবর ছড়িয়ে পড়ে যে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ হাসপাতালের শৌচাগারে পড়ে রয়েছে। ভিড় জমে যায় হাসপাতালে।

এদিকে, হাসপাতালের কর্মীরা যখন যুবকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে উদ্যত হয়, সেই সময়ই সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ায় ওই যুবক। তাঁকে এভাবে উঠে দাঁড়াতে দেখে আঁতকে ওঠেন সকলে। পরে অবশ্য হাসির রোল ওঠে ‘মৃতদেহ’কে এভাবে বেঁচে উঠতে দেখে।

জানা যায়, রাকেশ কুমার নামক ওই যুবক সদর হাসপাতালে ওষুধ কিনতে এসেছিলেন। হাসপাতালের পিছনেই সে নেশা করে। এরপর বাথরুমে গেলে, সেখানে জ্ঞান হারায় যুবক। পরে যখন চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে, তখনই উঠে বসে যুবক।

Next Article