PAN Card: প্যান কার্ডে থাকবে কিউআর কোড, কী কী সুবিধা পাওয়া যাবে?

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Nov 26, 2024 | 10:01 AM

PAN Card: এতদিন যে প্যান কার্ড ব্যবহার করছেন মানুষ, তাঁদের সেই প্যান কার্ডের কী হবে? কেন্দ্রের নতুন সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠছে। এই নিয়ে অবশ্য চিন্তার কিছু নেই বলে কেন্দ্র জানিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এখন যাঁদের প্যান কার্ড রয়েছে, বিনামূল্যে আপগ্রেডেশন করা যাবে সেই প্যান কার্ডের।

PAN Card: প্যান কার্ডে থাকবে কিউআর কোড, কী কী সুবিধা পাওয়া যাবে?
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: এবার প্যান কার্ডেও থাকবে কিউআর কোড। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যান ২.০ প্রকল্প। এই প্যান ২.০ প্রকল্পের জন্য ১৪৩৫ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকলে আয়করদাতারা নানা সুবিধা হবে।

এতদিন যে প্যান কার্ড ব্যবহার করছেন মানুষ, তাঁদের সেই প্যান কার্ডের কী হবে? কেন্দ্রের নতুন সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠছে। এই নিয়ে অবশ্য চিন্তার কিছু নেই বলে কেন্দ্র জানিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এখন যাঁদের প্যান কার্ড রয়েছে, বিনামূল্যে আপগ্রেডেশন করা যাবে সেই প্যান কার্ডের। ফলে এই নিয়ে চিন্তার কিছু নেই। অশ্বিনী বৈষ্ণব জানান, এখন ৭৮ কোটি প্যান কার্ড রয়েছে দেশে। তার মধ্যে ৯৮ শতাংশ প্যান কার্ড ব্যক্তিগত।

প্যান কার্ডে কিউআর কোড যোগ করলে কী কী সুবিধা পাওয়া যাবে?

এই খবরটিও পড়ুন

কেন্দ্র বলছে, প্যান কার্ডে কিউআর কোড যোগ হলে, তা ডিজিটাল ব্যবস্থার অঙ্গ হয়ে উঠবে। সুবিধা হবে আয়করদাতাদের। আর্থিক লেনদেন সহজ এবং স্বচ্ছ হবে। দ্রুত পরিষেবা পাওয়া যাবে। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

প্যান ২.০ প্রকল্প নিয়ে এই সিদ্ধান্ত উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, এই প্রকল্পের ফলে আয়করদাতাদের আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন শাহ।কবে থেকে নতুন প্যান কার্ডের পরিষেবা শুরু হবে, তা অবশ্য এখনও জানানো হয়নি কেন্দ্রের তরফে।

 

Next Article