Dharmendra Pradhan: ‘ফাইভ স্টার থেকে খাবার আনার পরামর্শ দিয়েছিলেন ডাক্তার?’ কেজরীবাল সরকারকে নিশানা ধর্মেন্দ্র প্রধানের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 24, 2022 | 1:14 PM

Dharmendra Pradhan: দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে কেজরীবালকে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জেলে সত্যেন্দ্র জৈনের ভিআইপিপি ট্রিটমেন্ট নিয়েও সুর চড়ান তিনি।

Dharmendra Pradhan: ফাইভ স্টার থেকে খাবার আনার পরামর্শ দিয়েছিলেন ডাক্তার? কেজরীবাল সরকারকে নিশানা ধর্মেন্দ্র প্রধানের
কেজরীবালকে নিশানা ধর্মেন্দ্র প্রধানের

Follow Us

নয়া দিল্লি: সম্প্রতি তিহার জেলে আপ নেতা সত্যেন্দ্র জৈনের কিছু ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। তিহার জেলে বন্দিদের দিয়ে হাত-পা মালিশ করার ছবি তো ইতিমধ্যেই নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় আপ যুক্তি খাড়া করলেও তা ধোপে টেকেনি। এই আবহেই গতকাল তিহার জেলে আপ নেতার আরেকটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তাঁর জন্য এলাহি খাবারের আয়োজন করা হয়েছে। এবার আর্থিক তছরুপে অভিযুক্ত আপ নেতার জেলের মধ্যে ভিআইপিপি ট্রিটমেন্ট নিয়ে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। এছাড়াও তিনি বলেন, কেজরীবাল সরকারের ভণ্ডামি ও জালিয়াতি বেরিয়ে আসবে।

প্রসঙ্গত, বুধবার দিল্লিতে বিজেপি দফতরে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরীবাল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি দিল্লির সরকারের বিরুদ্ধে মানুযের আস্থা নষ্ট করার অভিযোগ তোলেন। তিনি সাংবাদিকদের বলেছেন,’ওঁর ডাক্তার কি তাঁকে ফাইভস্টার হোটেলের মেনু অর্ডার করার পরমার্শ দিয়েছিলেন। জেলের সমস্ত নিয়ম লঙ্ঘন করে সেখানে ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁর ডাক্তার? ওঁরা খুব মিথ্যেবাদী, ভণ্ড।’

কেজরীবাল সরকারের বিরুদ্ধে দিল্লির মানুষের আস্থা নষ্ট করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘মদ নীতি নিয়ে কেজরীবাল সরকার যেভাবে দুর্নীতি করেছে, দিল্লির মানুষ তা কখনও ভুলবে না। শিক্ষার তহবিল দিয়ে মুখ উজ্জ্বল করার কাজ এই সরকার করেছে।’ প্রসঙ্গত, জেলে সত্যেন্দ্র জৈনের পা মালিশ করার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর আপের তরফে জানানো হয়েছিল, সত্যেন্দ্র জৈনের স্পাইন্যাল কর্ডে একটি অস্ত্রোপচার হয়েছিল। তাই ডাক্তার তাঁকে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই জেলের ভিতরে সেটাই করা হচ্ছিল। তবে পরে প্রকাশ্যে আসে, আপ নেতার পায়ে তেল মালিশ করছিল এক বন্দি, কোনও ফিজিওথেরাপিস্ট নয়।

Next Article