Amit Shah: অমিত শাহকে বাঁচিয়েছিলেন এক কংগ্রেস নেতা, ৫ মিনিটে জীবন বদলের গল্প শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah Imprisonment Memory: কংগ্রেস নেতা কীভাবে তাঁর আইনজীবী হলেন, সে প্রসঙ্গে শাহ বলেন, "তাঁর কয়েকজন ভাল বন্ধু ছিল। তাঁরা আলোচনা করছিল ভাল আইনজীবী কে আছেন, যিনি অপরাধমূলক মামলা লড়েন। স্বাভাবিকভাবেই নিরুপমভাইয়ের নাম উঠে আসে। কিন্তু মনে এই চিন্তা আসে যে উনি তো একসময় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন। কংগ্রেস থেকে আসা একজন নেতা কি আমার মামলা লড়বেন?"

জয়পুর: এক নিমেষে মন্ত্রী থেকে হয়ে গিয়েছিলেন বন্দি। জেলে কাটানো সেই সময় কতটা কঠিন ছিল, তা স্মৃতিচারণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এক কংগ্রেস আইনজীবী তাঁর হয়ে লড়েছিলেন এবং সুপ্রিম কোর্টে (Supreme Court) সেই মামলায় জয়ীও হয়েছিলেন বলে জানান।
২০১০ সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী(Narendra Modi), সেই সময় গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ। গ্যাংস্টার সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সরাসরি ওই মামলার নাম না উল্লেখ করেই শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেন, “সিবিআই-কে দিয়ে কংগ্রেস আমার বিরুদ্ধে মামলা করেছিল এবং আমায় জেলে ভরে দিয়েছিল। অবশ্যই ওটা আমার জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। ৫ মিনিট আগেই আমি কারামন্ত্রী ছিলাম, আর ৫ মিনিট বাদে আমিই জেলবন্দি হয়ে গেলাম। এমন ভাগ্য কার হয়।”
একজন কংগ্রেস নেতা কীভাবে তাঁর আইনজীবী হলেন, সে প্রসঙ্গেও শাহ বলেন, “তাঁর কয়েকজন ভাল বন্ধু ছিল। তাঁরা আলোচনা করছিল ভাল আইনজীবী কে আছেন, যিনি অপরাধমূলক মামলা লড়েন। স্বাভাবিকভাবেই নিরুপমভাইয়ের নাম উঠে আসে। কিন্তু আমাদের মধ্যেই কয়েকজনের মনে এই চিন্তাও আসে যে উনি তো একসময় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন। কংগ্রেস থেকে আসা একজন নেতা কি আমার মামলা লড়বেন? সবাই না বলেছিলেন। আমারও মাথায় চলছিল যে উনি হয়তো আমার মামলা লড়বেন না। কিন্তু তারপরই মনে হল, জিজ্ঞাসা করতে ক্ষতি কী? এক বন্ধু আমার হয়ে কথা বলে এবং সকলকে চমকে দিয়ে নিরুপমভাই আমার মামলা লড়তে রাজি হয়ে যান। উনি শুধু আমার হয়ে লড়েনইনি, সুপ্রিম কোর্টে সেই মামলা লড়ে জয়ীও হয়েছিলেন।”
