International Yoga Day 2023: বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে সামিল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, যোগচর্চা করলেন রাজনাথ সিং থেকে স্মৃতি ইরানি, মনসুখ মাণ্ডব্যও
International Yoga Day Celebration: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও গুরুগ্রামের তাউ দেবী লাল স্টেডিয়ামে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন এবং সকলের সঙ্গে যোগাসন করেন।
নয়া দিল্লি: আজ আন্তর্জাতিক যোগ দিবস। বহু যুগ ধরেই ভারতীয়দের মধ্যে যোগচর্চার অভ্যাস রয়েছে। ঋষি-মুনীরাও শরীর-স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত যোগাসন করার কথা বলে গিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে বিশ্বমঞ্চেও যোগাসন জনপ্রিয় হয়েছে ভারতের দৌলতে। ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব পেশ করা হয়। সেই প্রস্তাব পাশ হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবেই পালিত হয়। এ দিন, নবম আন্তর্জাতিক যোগ দিবসে হিমাচল প্রদেশের হামিরপুরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শুধু তিনিই নন, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি সাংসদ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও বিভিন্ন জায়গায় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই দৃশ্য-
এ দিন ভোরেই হিমাচল প্রদেশে নিজের কেন্দ্র হামিরপুরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।
#WATCH | Union Minister Anurag Thakur performs Yoga in Hamirpur, Himachal Pradesh to mark the #9thInternationalYogaDay. pic.twitter.com/xWo8t7rT77
— ANI (@ANI) June 21, 2023
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও গুরুগ্রামের তাউ দেবী লাল স্টেডিয়ামে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন এবং সকলের সঙ্গে যোগাসন করেন।
Haryana | BJP chief JP Nadda performs Yoga at Tau Devi Lal Stadium in Gurugram on #9thInternationalYogaDay pic.twitter.com/zOtFwFgTJc
— ANI (@ANI) June 21, 2023
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব বর্তমানে রয়েছেন ওড়়িশার বালেশ্বরে। সেখানেই তিনি যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, “আজ বালেশ্বরে কয়েক হাজার যুব আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। স্বামী বিবেকানন্দ যেভাবে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন, প্রধানমন্ত্রী মোদীও একইভাবে বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলেছেন।”
#WATCH | Odisha: “Today, so many people in Balasore participated in #9thInternationalYogaDay celebrations, I want to thank everyone…”: Union Railways Minister Ashwini Vaishnaw pic.twitter.com/xfQUiW0NB2
— ANI (@ANI) June 21, 2023
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও এ দিন দিল্লিতে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, মীনাক্ষী লেখি থেকে শুরু করে স্মৃতি ইরানি, মনসুখ মাণ্ডব্য, লোকসভার স্পিকার ওম বিড়লা, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান,
#WATCH | Former President of India Ram Nath Kovind performs Yoga in Delhi to mark the #9thInternationalYogaDay. pic.twitter.com/U23mJfblas
— ANI (@ANI) June 21, 2023
#WATCH | Kochi, Kerala: “Today, International Yoga Day is being celebrated with enthusiasm not only in India but all over the world. It is a matter of pride for all of us as yoga is being celebrated globally and the world is acknowledging India’s rich culture and adopting it.”… pic.twitter.com/DdpPiM1wsU
— ANI (@ANI) June 21, 2023
#WATCH | Union Civil Aviation Minister Jyotiraditya Scindia performs Yoga at Rajiv Gandhi Bhawan, in Delhi on #9thInternationalYogaDay. pic.twitter.com/Bnx4vjwWn7
— ANI (@ANI) June 21, 2023