Dharmendra Pradhan: ‘ব্যবসার দুটিই নীতি…’ স্টার্টআপ কনক্লেভে সাফল্যের গোপন মন্ত্র দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 07, 2023 | 9:31 AM

Startup Conclave: কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, "ব্যবসা-বাণিজ্যে দুটি নীতি রয়েছে। আয় ও লাভ। ব্যর্থতায় থেমে যাবেন না। লড়াই জারি রাখুন। সাফল্য় আসবেই"। মিশন এডুকেশন নিয়েও কথা বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "আমরা অত্যন্ত শুভ ও ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।"

Dharmendra Pradhan: ব্যবসার দুটিই নীতি... স্টার্টআপ কনক্লেভে সাফল্যের গোপন মন্ত্র দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
Image Credit source: ANI

Follow Us

গান্ধীনগর: শিল্প থেকে বাণিজ্য, প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে চলেছে গুজরাট (Gujarat)। নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিট। তার আগেই উদীয়মান সংস্থাগুলিকে নিয়ে গুজরাট সরকার আয়োজন করল স্টাটআপ কনক্লেভ ২০২৩-র। বুধবার থেকে এই কনক্লেভ শুরু হয়। দেশ-বিদেশের বিভিন্ন ইউনিকর্ন স্টার্টআপ সংস্থা ও বিনিয়োগকারীরা এই কনক্লেভে অংশ নিচ্ছেন। এই অনুষ্ঠানেই সামিল হন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।

স্টাটআপ কনক্লেভের তরফে বুধবার ইউনিকর্ন ও বিনিয়োগকারী সংস্থাগুলির জন্য আয়োজন করা হয়েছিল গোল টেবিল বৈঠকের।  সেই বৈঠকেই অংশ নেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট তথা ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর, শিক্ষা বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি মুকেশ কুমার।

এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “ব্যবসা-বাণিজ্যে দুটি নীতি রয়েছে। আয় ও লাভ। ব্যর্থতায় থেমে যাবেন না। লড়াই জারি রাখুন। সাফল্য় আসবেই”। মিশন এডুকেশন নিয়েও কথা বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “আমরা অত্যন্ত শুভ ও ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি আমরা যুব প্রজন্মের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তবে ওরা নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে আলোড়ন ফেলে দেবে।”

তিনি আরও বলেন, “এই কনক্লেভ দেশের স্টার্টআপ পরিবেশকে আরও উন্নতি করতে সাহায্য করবে। নিয়ম, কর ব্যবস্থা সহ একাধিক ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন এনে স্টার্টআপের জন্য় আরও গ্রহণযোগ্য পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই রাজ্য (গুজরাট) নানা বিনিয়োগ আনছে ভাইব্রান্ট গুজরাটের অধীনে। এই কনক্লেভে দেশের, বিশেষ করে গুজরাটে ভেনচার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুয়িটি বিনিয়োগের পর্যালোচনা করা হবে। এছাড়া স্টার্টআপের উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণা, মার্কেটিং, ফান্ড রেইজিংয়ের দিকগুলিও দেখা হবে।”

Next Article