Dharmendra Pradhan: মোদী সরকারের প্রকল্পগুলির উপর দেশবাসীর অটুট বিশ্বাস রয়েছে: ধর্মেন্দ্র প্রধান

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 07, 2023 | 9:59 PM

Modi Governance: মোদী সরকারের খতিয়ান তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমরা যদি গত সাড়ে নয় বছরে সরকারের পদক্ষেপের দিকে তাকাই তাহলে দেখা যাবে, মোদী সরকার নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের সামগ্রিকভাবে দায়িত্ব পালন করেছে। আর সেটা নিয়ে অন্যরা ঈর্ষান্বিত।"

Dharmendra Pradhan: মোদী সরকারের প্রকল্পগুলির উপর দেশবাসীর অটুট বিশ্বাস রয়েছে: ধর্মেন্দ্র প্রধান
প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী- দীর্ঘ রাজনৈতিক পথে আজ, ৭ অক্টোম্বর সামগ্রিকভাবে নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশাসনের ২২ বছর পূর্ণ হল। আর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “মোদী সরকারের প্রকল্পগুলির উপর দেশবাসীর অটুট বিশ্বাস রয়েছে। নরেন্দ্র মোদী সরকারের অগ্রাধিকার হল, জাতি এবং সম্প্রদায় নির্বিশেষে বঞ্চিত শ্রেণী এবং সমাজের নিম্ন শ্রেণীর মানুষের উন্নয়ন।” এপ্রসঙ্গে বিরোধীদেরও একহাত নেন ধর্মেন্দ্র প্রধান। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা ‘হতাশার কারণে কিছুই করতে পারেনি’ বলে কটাক্ষ করেন তিনি (Dharmendra Pradhan)।

অনগ্রসর সম্প্রদায়ের কথা ভেবেই ‘বিশ্বকর্মা যোজনা’ আনা হয়েছে বলে জানান ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে দরিদ্র কল্যাণের মডেল আবির্ভূত হয়েছে। আমরা বিশ্বকর্মা যোজনা নিয়ে এসেছি, এই প্রকল্পের সর্বোচ্চ সুবিধা পাবে তফসিলি জাতি (এসসি), তফশিলি উপজাতি (এসটি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)।” জাতি, ধর্ম নির্বিশেষে সকলে এই প্রকল্পের সুবিধা পাবে জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “যেই দরিদ্র সেই সুবিধা পাবে। কারণ গরিবদের কোনও জাত নেই, গরিবের কোনও ধর্ম নেই।” এপ্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে তাঁর তোপ, “যারা (কংগ্রেস) দায়িত্বে থাকাকালীন কিছুই করতে পারেনি, তারা গরিবদের নিয়ে উদ্বিগ্ন বলছে এটা আসলে তাদের হতাশার অনুভূতি। এটাকে বলা হয় সুবিধাবাদী রাজনীতি।”

কেবল অনগ্রসর শ্রেণি নয়, মহিলাদের উন্নয়নেও মোদী সরকার তৎপর বলে জানান ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হন, তিনি বলেছিলেন ভারতের মহিলাদের প্রতি তাঁর দায়িত্ব আরও বেশি হবে।” এরপর জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে শৌচাগার নির্মাণ এবং উজ্জ্বলা প্রকল্পের সূচনা-সহ নরেন্দ্র মোদীর সরকার একাধিক পদক্ষেপ করেছেন বলেও জানান ধর্মেন্দ্র প্রধান।

মোদী সরকারের খতিয়ান তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমরা যদি গত সাড়ে নয় বছরে সরকারের পদক্ষেপের দিকে তাকাই তাহলে দেখা যাবে, মোদী সরকার নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের সামগ্রিকভাবে দায়িত্ব পালন করেছে। আর সেটা নিয়ে অন্যরা ঈর্ষান্বিত।” প্রধানমন্ত্রী মোদী ‘নারী উন্নয়ন’ ইস্যুতে জোর দিয়েছেন এবং তিনি তা বিশ্বব্যাপী প্ল্যাটফর্মেও তুলে ধরেছেন বলে জানান ধর্মেন্দ্র প্রধান।

Next Article