‘ইতিহাস রয়েছে প্রতারণার’, NEET ইস্যু নিয়ে কংগ্রেস-ইন্ডিয়া জোটের পর্দা ফাঁস কেন্দ্রীয় মন্ত্রীর

Dharmendra Pradhan: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "ইন্ডি জোটের উদ্দেশ্যই হল মিথ্যা ও জল্পনার আশ্রয় নিয়ে আসল ইস্যু থেকে নজর ঘোরানো। এটা দেশ বিরোধী ও শিক্ষার্থীদেরও বিরোধী।"

'ইতিহাস রয়েছে প্রতারণার', NEET ইস্যু নিয়ে কংগ্রেস-ইন্ডিয়া জোটের পর্দা ফাঁস কেন্দ্রীয় মন্ত্রীর
ধর্মেন্দ্র প্রধান।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 03, 2024 | 6:55 PM

নয়া দিল্লি: নিট ইস্যু নিয়েও মিথ্যাচার কংগ্রেসের! এমনটাই দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরেই কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে একহাত নেন ওড়িশার সাংসদ। তিনি বলেন, “কংগ্রেসের ইতিহাস রয়েছে অতীতে এবং বর্তমানেও দেশের সঙ্গে প্রতারণা করার। নিট মামলা নিয়েও তাদের আসল উদ্দেশ্য প্রকাশ্যে এসে গিয়েছে।”

এ দিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “ইন্ডি জোটের উদ্দেশ্যই হল মিথ্যা ও জল্পনার আশ্রয় নিয়ে আসল ইস্যু থেকে নজর ঘোরানো। এটা দেশ বিরোধী ও শিক্ষার্থীদেরও বিরোধী। আজ রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার দেশের যুব প্রজন্মকে বার্তা দিয়েছেন যে আমাদের সরকারের প্রাধান্য হল যুব শক্তি ও তাদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করা। এই সরকার দেশের প্রতিটি যুব পড়ুয়ার সঙ্গে রয়েছে। কারোর সঙ্গে কোনও অবিচার হতে দেওয়া হবে না। সরকার এর জন্য আইনও আনছে। দেশের ভরসা রয়েছে যে পরীক্ষায় বেনিয়মে যুক্ত কেউ ছাড় পাবে না।”

কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে আক্রমণ করে তিনি বলেন, “নিট ইস্যু নিয়ে কংগ্রেস ও ইন্ডি জোটের বিভ্রান্তিমূলক চিট পলিসি বন্ধ করা উচিত।”