Dharmendra Pradhan: ‘২০১৪-তে যে দামে LPG পাওয়া যেত, ২০২৩-এও সেই দামেই মিলছে’, মোদী সরকারকে সাধুবাদ কেন্দ্রীয় মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 05, 2023 | 1:41 PM

LPG Price Cut: কেন্দ্রের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে এ দিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, "উজ্বলা যোজনার অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার গ্যাসের দাম ১০০ টাকা কমানোয় নবরাত্রি ও অন্যান্য উৎসবের আগে কোটি কোটি মা-বোনেদের আনন্দ আরও বেড়ে গেল।"

Dharmendra Pradhan: ২০১৪-তে যে দামে LPG পাওয়া যেত, ২০২৩-এও সেই দামেই মিলছে, মোদী সরকারকে সাধুবাদ কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি:  পুজোর আগেই খুশির খবর শুনিয়েছে মোদী সরকার। ফের কমেছে রান্নার গ্য়াসের দাম (LPG Cylinder)। বুধবারই কেন্দ্রীয় সরকারের তরফে উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) অধীনে রান্নার গ্য়াসের দামে ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। এর আগে চলতি অগস্ট মাসে উজ্জ্বলা যোজনাতে ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করা হয়েছিল। সব মিলিয়ে মোট ৫০০ টাকা ভর্তুকি পাবেন গৃহস্থরা। কেন্দ্রের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে এ দিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) বলেন, “গ্যাসের দাম আরও ১০০ টাকা কমিয়ে প্রধানমন্ত্রী মোদী নবরাত্রি ও অন্যান্য উৎসবগুলির আগে কোটি কোটি মা-বোনেদের আনন্দ আরও বাড়িয়ে দিলেন।”

এ দিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “উজ্বলা যোজনার অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার গ্যাসের দাম ১০০ টাকা কমানোয় নবরাত্রি ও অন্যান্য উৎসবের আগে কোটি কোটি মা-বোনেদের আনন্দ আরও বেড়ে গেল। সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার পর, রাখিতে আরও ২০০ টাকা ছাড় এবং গতকাল ক্যাবিনেটের বৈঠকে আরও ১০০ টাকা কমানোর সিদ্ধান্তের ফলে উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজির দাম ৫০০ টাকা সস্তা হল।”

তিনি আরও বলেন, “২০১৪ সালে প্রায় যে দামে গ্যাস সিলিন্ডার পাওয়া যেত, ২০২৩ সালে দাঁড়িয়েও উজ্জ্বলা যোজনার অধীনে মা-বোনেরা সেই দামে সিলিন্ডার পাবেন। এই পদক্ষেপ দেশের গরিব ও পিছিয়ে পড়া শ্রেণির মা-বোন ও মেয়েদের আত্মসম্মান, মর্যাদাকে রক্ষা করতেই নেওয়া হয়েছে। এটা মোদী সরকারের সংবেদনশীলতা ও প্রতিশ্রুতিকেই তুলে ধরে।”

Next Article