নয়া দিল্লি: দেশের যুব সম্প্রদায়কে প্রশিক্ষণ দিয়ে চাকরি দিতে ২০১৫ সালে ‘স্কিল ইন্ডিয়া মিশন’ প্রকল্প চালু করেছে নরেন্দ্র মোদীর সরকার। এই প্রকল্পের অধীনে বহু যুবক-যুবতী উপকৃত হয়েছে বলে লোকসভা ভোটের প্রাক্কালে পরিসংখ্যান তুলে ধরেছে নরেন্দ্র মোদীর সরকার। সেই পরিসংখ্যান সম্পূর্ণ সত্য নয় বলে বুধবার জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। এবার তাঁকে জবাব দিয়ে পাল্টা টুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এদিন মল্লিকার্জুন খাড়্গে টুইটারে জানিয়েছেন, স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে ২০২২ সালের মধ্যে ৪০ কোটি মানুষ প্রশিক্ষিত হয়েছে বলে বিজেপির দাবি। এই তথ্য ভুল দাবি করে খাড়্গে জানিয়েছেন, ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত মাত্র ৩.৫ শতাংশ মানুষ প্রশিক্ষণ পেয়েছেন। যার মধ্যে ৮৩ শতাংশ চাকরি পাননি। ২০ শতাংশ মাঝপথে প্রশিক্ষণ ছেড়ে দিয়েছেন। ২০১৫ সাল থেকে ৯৪ শতাংশ স্কিল ট্রেনিং সেন্টার হ্রাস পেয়েছে।
খাড়্গের এই টুইটের জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাল্টা কটাক্ষ, কংগ্রেস পার্টি কেবল ভুল তথ্য, নকল এবং প্রতারণা করেই ভেসে থাকতে পারে। কিন্তু, প্রায়শই মিথ্যা বলার জন্য হয় তাড়াহুড়োয়, নয়তো সত্যের উপর চোখ বন্ধ করে ইচ্ছাকৃতভাবে পরিসংখ্যানকে ভুলভাবে উপস্থাপন করে কংগ্রেস।
এরপরই একের পর এক তথ্য তুলে ধরেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, যে ৪০ কোটি মানুষের কথা খাড়্গেজি বলছেন, তা আমাদের দেশের সেইসব কর্মক্ষম মানুষের পরিসংখ্যান, যাঁদের প্রশিক্ষণ প্রয়োজন।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০১৫ সাল থেকে দেশজুড়ে বিভিন্ন প্রকল্পে ৭ কোটির বেশি মানুষ প্রশিক্ষণ পেয়েছেন। খাড়্গেকে কটাক্ষ করে ধর্মেন্দ্র প্রধান বলেন, খাড়্গেজি যে ৩-৪ শতাংশের কথা বলছেন, সেই দেড় কোটি মানুষ শুধুমাত্র প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় (PMKVY) প্রশিক্ষণ পেয়েছেন। এছাড়া কেন্দ্রের ২০ টি মন্ত্রক, রাজ্য এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে বহু মানুষ প্রশিক্ষণ পেয়েছেন। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষিতদের মধ্যে ৪৩ শতাংশ কাজ পেয়েছেন।
কংগ্রেসকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, গত ৭০ বছরের কংগ্রেস দেশে ১০ হাজার আইটিআই গড়েছে। সেখানে গত এক দশকে মোদী সরকার ৫ হাজার আইটিআই তৈরি করেছে। কংগ্রেসকে কটাক্ষ করে ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, আগে কংগ্রেস নেতারা ভারতীয়দের ক্ষমতা ও সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করতেন। আর এখন ভারতীয়দের ক্ষমতা ও সামর্থ্য বাড়ানোর প্রকল্পগুলি নিয়ে সংশয় প্রকাশ করেন।
Shriman @kharge saheb knows that Congress Party can stay afloat only on the back of misinformation, fakery and deception. But, often, in their haste to peddle lies, Congress closes its eyes on facts and misrepresents figures at will.
▪️The 40 crore people that Kharge ji is… https://t.co/t5wfEuDShr
— Dharmendra Pradhan (@dpradhanbjp) February 22, 2024