সেকেন্দ্রাবাদ: সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থার প্রসার এবং উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদীর সরকার। বন্দে ভারত এক্সপ্রেসের মতো উন্নত প্রযুক্তির সেমি-হাইস্পিড ট্রেন যেমন নামিয়েছে, তেমনই বিভিন্ন রাজ্যে রেললাইনের প্রসার ঘটিয়েছে মোদী সরকার। এবার তেলঙ্গানায় (Telangana) চারটি নতুন ট্রেন চালু হতে চলেছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী তথা সেকেন্দ্রাবাদের সাংসদ জি. কিষাণ রেড্ডির (G. Kishan Reddy) উদ্যোগেই চারটি রুটে নতুন ট্রেন চালু হতে চলেছে।
তেলঙ্গানার রেল যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটাতে চারটি রুটে নতুন ট্রেন চালু করার বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ জানিয়েছিলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি. কিষাণ রেড্ডি। তাঁর সেই অনুরোধে সাড়া দিয়েই তেলঙ্গানায় চারটি রুটে ট্রেন চালু করতে চলেছে রেলমন্ত্রক। এই রুটগুলি হল, কাজিপেট-হাদাপসার (পুনে), কুর্নুল-জয়পুর, বোধান-করিমনগর এবং রাইচূড়-নান্দেদ। আগামী কাল সকালে সেকেন্দ্রাবাদের ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকেই এই চারটি রুটে নতুন চারটি ট্রেনের যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি।
কাজিপেট-হাদাপসার (পুনে), কুর্নুল-জয়পুর, বোধান-করিমনগর এবং রাইচূড়-নান্দেদ ট্রেন চালু হলে তেলঙ্গানার বাসিন্দারা বিশেষ উপকৃত হবেন বলে জানান মন্ত্রী জি. কিষাণ রেড্ডি। কাজিপেট থেকে রাজ্যের বাসিন্দারা সরাসরি পুনে পৌঁছে যেতে পারবেন। এই নতুন চারটি ট্রেন ছাড়াও করিমনগর-নিজামাবাদ-বোধন প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন দিনেরবেলা চালানো হবে এবং এতে দ্বিতীয় সাধারণ শ্রেণীর কোচ থাকবে।
এছাড়া রাজ্যের মানুষদের সুবিধা দিতে তেলঙ্গানায় কয়েক হাজার কোটি টাকার একাধিক রেল প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। যার মধ্যে রেললাইনের প্রসার, ডবল লাইন, ট্রিপল লাইন, রেললাইনে বৈদ্যুতিকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলি বাস্তবায়নের পথে বিভিন্ন ধাপে রয়েছে বলে রেলমন্ত্রক সূত্রে খবর।