Jyotiraditya Scindia: মুখ্যমন্ত্রী হচ্ছেন সিন্ধিয়া? অবশেষে নিজেই দূর করলেন জল্পনা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 11, 2023 | 6:23 AM

Madhya Pradesh Assembly Election 2023: কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজের প্রাক্তন দলকে আক্রমণ করে বলেন, "কংগ্রেসে এমন লোকজন রয়েছে যারা ক্ষমতালোভী। ওদের গ্রুপ রয়েছে, ওরা স্কিম করে মুখ্যমন্ত্রী হওয়ার। নির্বাচনের আগে কংগ্রেসের কমপক্ষে আটজন নেতা নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে দাবি করে। বিজেপি হল কর্মীদের দল।"

Jyotiraditya Scindia: মুখ্যমন্ত্রী হচ্ছেন সিন্ধিয়া? অবশেষে নিজেই দূর করলেন জল্পনা
জ্যোতিরাদিত্য় সিন্ধিয়া।
Image Credit source: Twitter

Follow Us

ভোপাল: জল্পনা শোনা গিয়েছিল আসন্ন মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ (CM Candidate) হতে চলেছেন তিনি। কিন্তু সেই জল্পনাতে নিজেই জল ঢাললেন কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। মধ্য প্রদেশে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হচ্ছেন কি না, এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, “আমি সেবক মাত্র। আজীবন তাই থাকব।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজের প্রাক্তন দলকে আক্রমণ করে বলেন, “কংগ্রেসে এমন লোকজন রয়েছে যারা ক্ষমতালোভী। ওদের গ্রুপ রয়েছে, ওরা স্কিম করে মুখ্যমন্ত্রী হওয়ার। নির্বাচনের আগে কংগ্রেসের কমপক্ষে আটজন নেতা নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে দাবি করে। বিজেপি হল কর্মীদের দল। আমরা সবাই কার্যকর্তা এবং তাই-ই থাকব।”

সিন্ধিয়া আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা বিজেপি মধ্য প্রদেশে লড়ছে… আমি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। আমি সেবক। কোনও দৌড়ে সামিল নই আমি।”

প্রসঙ্গত, এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া জানিয়েছিলেন, সিন্ধিয়া পরিবারকে গদির লড়াইয়ে যোগ করা উচিত নয়। ২ নভেম্বর তিনি বলেন, “গদির লড়়াইয়ে কখনও সিন্ধিয়া পরিবারকে সামিল করবেন না। সিন্ধিয়া পরিবার দিন-রাত উন্নয়ন, উন্নতি ও জনসেবার লক্ষ্য নিয়ে কাজ করে।”

কংগ্রেসের সমালোচনা করে সিন্ধিয়া বলেন, “কংগ্রেস আমায় যা অপমান করেছে, সব সহ্য করেছি। কংগ্রেসের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই আমার। কংগ্রেস আমায় গালমন্দ করতেই পারে, কিন্তু ওরা আমার পরিবারকেও গালি দিয়েছে। যে ব্যক্তি কংগ্রেসকে জীবন দিয়েছিলেন, উনি আমার বাবা। কংগ্রেসের জনসভায় যাওয়ার পথেই শহিদ হয়েছিলেন বাবা। যখন বাবা কংগ্রেসে ছিলেন বা আমি কংগ্রেসে ছিলাম, তখন এইসব কথা বলার সাহস পায়নি। ওরা কি নতুন ইতিহাস পড়ছে? ব্রিটিশদের ইতিহাস পড়ছে?”

উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচন। এক দফাতেই ভোট গ্রহণ হবে। নির্বাচনের ফল প্রকাশ হবে ৩ ডিসেম্বর।

Next Article