নয়াদিল্লি: এক যুবককে খুনের অভিযোগের প্রেক্ষিতে রায়বরেলি গিয়েছেন। আর সেখানে গিয়ে কলকাতার আরজি করের ঘটনা নিয়ে মন্তব্য করতে চাইলেন না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রায়বরেলি থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে মন্তব্য করেন। আরজি কর নিয়ে প্রশ্ন এড়ানোয় কংগ্রেস সাংসদকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এক্স হ্যান্ডলে রাহুলের ১৩ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে জ্যোতিরাদিত্য লিখলেন, লোকসভার বিরোধী দলনেতার এই মন্তব্য নিন্দনীয় ও মহিলা বিরোধী।
এদিন এক্স হ্যান্ডলে জ্যোতিরাদিত্য লেখেন, “ইন্ডিয়া জোট ও তার বর্ষীয়ান নেতাদের মানসিকতা আজ এতটা নিচে নেমেছে যে, দেশের কন্যার প্রাণ তাঁদের কাছে শুধুমাত্র ‘ডিসট্রাকশন’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় মহিলাদের উপর নির্যাতন বছরের পর বছর ধরে হয়ে আসছে। সেই ছবি সারা দেশ দেখছে। সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া ঘটনায় এটা পরিষ্কার যে যেখানে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে, সেখানে মহিলাদের মান-সম্মান আর প্রাণ বিপদে রয়েছে। ‘ভালবাসার দোকানে’ ভয় ও হিংসা বিক্রি যাঁরা করছেন, মানুষ তাঁদের কখনও ক্ষমা করবে না। নির্যাতিতার পরিবারের পাশে আজ সারা দেশ রয়েছে।”
इंडी गठबंधन और उसके वरिष्ठ नेताओं की मानसिकता आज इतनी गिर गई है कि देश की बेटी की जान उनके लिए मात्र एक ‘distraction’ है। नेता प्रतिपक्ष का यह बयान बेहद निंदनीय व महिला विरोधी है।
मुख्यमंत्री ममता बनर्जी जी के कार्यकाल में महिलाओं के साथ जो उत्पीड़न वर्षों से चला आ रहा है उसकी… pic.twitter.com/UzSeDPieSA
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) August 20, 2024
এদিন কী বলেছেন রাহুল?
এদিন, রায়বরেলি যান সেখানকার সাংসদ রাহুল। সেখানে এক দলিত যুবককে খুনের অভিযোগ উঠেছে। রায়বরেলিতে এদিন রাহুলকে কলকাতার আরজি করের ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। সেইসময় তিনি বলেন, “আমি এই ঘটনার জন্য (যুবকককে খুনের অভিযোগ) এখানে এসেছি। আমি জানি, আপনি এই ঘটনা প্রকাশ্যে আনতে চান না। এই ঘটনা থেকে নজর ঘোরাতে চান।”
রাহুলের এই মন্তব্যেরই নিন্দা করেছেন জ্যোতিরাদিত্য। আরজি কর নিয়ে প্রশ্ন এড়ানোর রাহুলের সমালোচনা করেন আরও এক বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। প্রসঙ্গত, ৯ অগস্ট আরজি করে এক পিজিটি মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই নিয়ে শোরগোল পড়েছে। রাজ্য ছাড়িয়ে দেশেও এই নৃশংস ঘটনার প্রভাব পড়েছে।
এদিন মুখ না খুললেও এর আগে আরজি করের ঘটনার নিন্দা করেছেন লোকসভার বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডলে রাহুল লিখেছিলেন, “কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় গোটা দেশ হতবাক। যেভাবে পরতে পরতে তাঁর বিরুদ্ধে হওয়া নিষ্ঠুর এবং অমানবিক কাজকর্মগুলি প্রকাশিত হচ্ছে, তাতে চিকিৎসক সম্প্রদায় এবং মহিলাদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)