India-China: শুধু ভারতকে ভয় পেয়েই ‘চালবাজ’ চিনের এত লম্ফঝম্ফ, কীসের এত ভয় বেজিংয়ের

Soumya Saha |

Apr 03, 2024 | 6:30 AM

Arunachal Pradesh: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর কথায়, কংগ্রেস জমানায় বেজিং খুশিই ছিল। কারণ, সেই সময় সরকারের নীতি ছিল সীমান্তবর্তী এলাকার উন্নয়ন না করা। অন্যদিকে মোদী জমানায় যে ভারত বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবে উঠে এসেছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

India-China: শুধু ভারতকে ভয় পেয়েই চালবাজ চিনের এত লম্ফঝম্ফ, কীসের এত ভয় বেজিংয়ের
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: অরুণাচল প্রদেশ নিয়ে চিনের ভিত্তিহীন দাবি আগেই উড়িয়ে দিয়েছে ভারত। আর এবার কেন্দ্রীয় মন্ত্রী তথা অরুণাচালের বিজেপি নেতা কিরেন রিজিজু চিনের বিরুদ্ধে সুর আরও চড়ালেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ভয় পেয়েই অরুণাচল প্রদেশ নিয়ে চিন ভিত্তিহীন দাবি করে যাচ্ছে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘চিন ভীষণ ভয় পেয়ে গিয়েছে। কারণ আগে কংগ্রেস জমানায় এই সীমান্তবর্তী এলাকায় সেভাবে উন্নয়ন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সময়ে এখানে সীমান্তবর্তী এলাকাগুলিতে গুরুত্বপূর্ণ হাইওয়ে, সড়ক, সেতু, ফোর-জি নেটওয়ার্ক, জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ – সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। যে অঞ্চলটি এত দিন ধরে অবহেলিত ছিল, সেই জায়গায় ঢেলে উন্নয়ন হচ্ছে।’

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর কথায়, কংগ্রেস জমানায় বেজিং খুশিই ছিল। কারণ, সেই সময় সরকারের নীতি ছিল সীমান্তবর্তী এলাকার উন্নয়ন না করা। অন্যদিকে মোদী জমানায় যে ভারত বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবে উঠে এসেছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে মন্ত্রী এও বুঝিয়ে দিয়েছেন, ভারত অন্য কোনও দেশের জন্য সমস্যা তৈরি করবে না। কিন্তু ভারতের জন্য যদি কেউ কোনও সমস্যা তৈরি করে, সেক্ষেত্রে যথাযথ পদক্ষেপ করবে ভারতও।

কিরেন রিজিজু বলেন, ‘চিন এখন অরুণাচল প্রদেশের কিছু জায়গায় কিছু নামকরণ করেছে। কিন্তু, আমি বুঝতে পারছি না, তারা এসব কেন করছে। চিনা সরকারের এই ধরনের কাজকর্ম আমরা একেবারেই মানছি না। আমাদের সরকারের পক্ষ থেকে বিদেশ মন্ত্রক এর যথাযথ উত্তর দিয়েছে।’

Next Article