তিরুমালা: জনসংযোগ তৈরি করতে নয়া উদ্যোগ নিয়েছে বিজেপি। দেশ জুড়ে শুরু হয়েছে ‘জন আশীর্বাদ যাত্রা। আর সেই যাত্রার অংশ হিসেবে আজ বুধবার সকালেই তিরুপতি পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। এ দিন সকালে তিরুমালায় যান কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী কিষাণ রেড্ডি। তাঁর সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী। সেখানে পুরোহিতদের থেকে আশীর্বাদ গ্রহণ করে পুনরায় যাত্রার পরবর্তী গন্তব্যের দিকে রওনা হন তিনি।
জন আশীর্বাদ যাত্রায় দু’দিনের কর্মসূচি রয়েছে কিষাণ রেড্ডির। তিরুপতি থেকে গতকাল সেই যাত্রা শুরু করেছেন তিনি। আজ সকালে তিরুমালা হয়ে তিনি রওনা হয়েছেন বিজয়ওয়াড়ার দিকে। কর্মসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে গাড়ি ও মোটর সাইকেলের একটি শোভাযাত্রায় অংশ নেবেন তিনি। পরে বিজয়ওয়াড়ার কনভেনশন সেন্টারে একটি দলীয় বৈঠকে যোগ দেবেন। সেখানকার একটি দুর্গা মন্দিরে পুজো দেওয়ার কথা আছে তাঁর। বিজয়ওয়াড়ার টিকাকরণ কেন্দ্রগুলিও পরিদর্শন করবেন তিনি।
১৬ অগস্ট থেকে শুরু হয়েছে সেই জন আশীর্বাদ যাত্রা। মোট ২২ টি রাজ্যে হবে এই যাত্রা। সদ্য নয়া মন্ত্রিসভায় যে নতুন ৩৯ জন মন্ত্রী জায়গা পেয়েছেন, তারাও এই জন আশীর্বাদ যাত্রায় অংশ নেবেন। ২২টি রাজ্যের ২১২টি লোকসভা আসন ও ২৬৫টি জেলা জুড়ে এই অনুষ্ঠান করা হবে। গোটা যাত্রাপথে ১৬৬৩টি বড় অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন,শুধু যাত্রায় অংশ নিলেই চলবে না, নিজেদের বাড়ি ফেরার আগে তাদের সাধারণ মানুষের কাজে পৌছে যেতে হবে।
উত্তরপ্রদেশে নতুন মন্ত্রীর সংখ্যা সবথেকে বেশি। যে সাত নেতা-নেত্রী সদ্য মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন, তাঁদেরই সামনে রেখে শুরু হবে প্রচার। এর মধ্যে ৬ জন বিজেপি নেতা রয়েছে ও রয়েছেন আপনা দলের অনুপ্রিয়া পটেল। সাত মন্ত্রীকে নিয়ে সেই রাজ্যে ‘জন আশীর্বাদ যাত্রা’ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে সে রাজ্যে। সাধারণ মানুষের থেকে আশীর্বাদ পেতে ৩০০-৪০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করবেন তাঁরা। ৪-৫টি জেলার পেরিয়ে সেই যাত্রা এগোবে। এ ছাড়া, বাংলায় সেই জন আশীর্বাদ যাত্রাই হয়েছে ‘শহিদ সম্মান যাত্রা।’ রাজনৈতিক হিংসা যে সব বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে, তাঁদের বাড়িতে গিয়ে কথা বলছে এ রাজ্যের চার মন্ত্রী। আরও পড়ুন: চলতি বছরেও ৮ কোটি ডলারের রফতানি করেছে ভারত, সব ব্যবসাই বন্ধ করেছে তালিবান