Union Minister: কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে চিলিকা হ্রদে হারিয়ে গেল নৌকা, শেষ অবধি যা হল…

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 08, 2024 | 7:42 AM

Chilika Lake: ওড়িশার খুরদা থেকে পুরীর সতপদে নৌকা সফর করে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা। তাঁর সঙ্গে নৌকায় ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ও স্থানীয় কয়েকজন নেতা। চিলিকা হ্রদে নলবন বার্ড স্যাংচুয়ারির কাছে হঠাৎ আটকে যায় নৌকাটি।

Union Minister: কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে চিলিকা হ্রদে হারিয়ে গেল নৌকা, শেষ অবধি যা হল...
হ্রদে যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রী।
Image Credit source: ANI

Follow Us

ভুবনেশ্বর: চিলিকা হ্রদে গিয়ে হারিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী। হ্রদের মাঝখানেই আটকে থাকলেন দুই ঘণ্টা। পরে অন্য নৌকা পাঠিয়ে উদ্ধার করা হয় তাঁকে। রবিবার বিকেলে চিলিকা হ্রদে গিয়েই আটকে পড়েন কেন্দ্রীয় মৎস ও পশু প্রতিপালন মন্ত্রী পুরুষোত্তম রুপালা (Parshottam Rupala)। তাঁর সঙ্গে আটকে পড়েন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও (Sambit Patra)।  প্রায় দুই ঘণ্টা নৌকায় আটকে থাকেন তাঁরা।

রবিবার ওড়িশার খুরদা থেকে পুরীর সতপদে নৌকা সফর করে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা। তাঁর সঙ্গে নৌকায় ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ও স্থানীয় কয়েকজন নেতা। চিলিকা হ্রদে নলবন বার্ড স্যাংচুয়ারির কাছে হঠাৎ আটকে যায় নৌকাটি। প্রাথমিকভাবে মৎসজীবীদের জালে নৌকাটি আটকে পড়েছিল বলে মনে করা হলেও, পরে জানা যায়, হ্রদের মধ্যেই তৈরি হওয়া চরে আটকে যায় নৌকাটি।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী আটকে পড়ার খবর পেতেই সতপদ থেকে একটি নৌকা পাঠানো হয়। ওই নৌকা করেই উদ্ধার করে আনা হয় কেন্দ্রীয় মন্ত্রী ও অন্য়ান্যদের। পুরীতে কেন্দ্রীয় মন্ত্রীর যে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ছিল, তাও বাতিল করে দিতে হয় এই ঘটনার জেরে।

গোটা অভিজ্ঞতা সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী রুপালা বলেন, “অন্ধকার হয়ে আসছিল। যিনি বোট চালাচ্ছিলেন, তিনিও এই রুটে নতুন, তাই আমরা হ্রদে হারিয়ে গিয়েছিলাম। দুই ঘণ্টারও বেশি সময় লাগল আমাদের সতপদে পৌঁছতে।”

Next Article