Smriti Irani: ‘মণিপুরে আগুন লাগিয়েছেন রাহুল গান্ধী…’, সংসদে রুদ্রমূর্তি ধরলেন স্মৃতি ইরানি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 27, 2023 | 7:44 AM

Manipur Violence: কেন্দ্রীয় নারী ও শিশু কল্য়াণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, "এই মন্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি কারণ মহিলা মন্ত্রী ও রাজনীতিবিদরা শুধুমাত্র মণিপুর নিয়েই নয়, রাজস্থান, ছত্তীসগঢ় ও বিহারে মহিলাদের উপর হওয়া নির্যাতন নিয়েও বলেছেন।"

Smriti Irani: মণিপুরে আগুন লাগিয়েছেন রাহুল গান্ধী..., সংসদে রুদ্রমূর্তি ধরলেন স্মৃতি ইরানি
সংসদে রুদ্রমূর্তি স্মৃতি ইরানির।
Image Credit source: Sansad TV

Follow Us

নয়া দিল্লি: মণিপুর ইস্যু (Manipur Violence) নিয়ে উত্তাল সংসদের দুই কক্ষ। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে অধিবেশন শুরুর দিন থেকেই বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলগুলি। বুধবারই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে কংগ্রেস (Congress) ও বিআরএস (BRS)। মণিপুর হিংসা নিয়ে ক্রমাগত সরকারকে দোষারোপ করছে কংগ্রেস। এবার কংগ্রেসকে পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)।  কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)-কেই তিনি দুষলেন মণিপুরের অশান্তির জন্য।

বুধবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বের সময়ে কংগ্রেস সাংসদ আমিন ইয়াগনিক মণিপুরের হিংসা নিয়ে আলোচনার দাবি জানান। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কেন এখনও নিশ্চুপ, তা নিয়ে প্রশ্ন তোলেন।  এরপরই জবাব দিতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বিরোধী দলকেই দুষে বলেন, “অবিজেপি শাসিত রাজ্যগুলিতে যখন মহিলাদের বিরুদ্ধে অত্যাচার হয়, অপরাধ হয়, তখন কেন বিরোধী দলগুলি চুপ থাকে?”

কেন্দ্রীয় নারী ও শিশু কল্য়াণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, “এই মন্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি কারণ মহিলা মন্ত্রী ও রাজনীতিবিদরা শুধুমাত্র মণিপুর নিয়েই নয়, রাজস্থান, ছত্তীসগঢ় ও বিহারে মহিলাদের উপর হওয়া নির্যাতন নিয়েও বলেছেন। আপনারা বলুন, কবে রাজস্থান নিয়ে আলোচনার সাহস হবে? কবে ছত্তীসগঢ় নিয়ে বলবেন, বিহারে যা হচ্ছে তা নিয়ে আলোচনা করার সাহস কবে হবে…”

রেগে গিয়ে তিনি আরও বলেন, “কবে আপনাদের সাহস হবে কংগ্রস শাসিত রাজ্য়ে কীভাবে মহিলাদের ধর্ষণ করা হবে, তা নিয়ে আলোচনা করার? রাহুল গান্ধী কীভাবে মণিপুরে আগুন লাগিয়েছেন, তা নিয়ে বলার সাহস কবে হবে? মন্ত্রিসভায় মহিলা মন্ত্রীদের নামে বিভ্রান্তি তৈরি করবেন না।”

স্মৃতি ইরানির এই মন্তব্য শুনে ওয়েলের চেবিল চাপড়িয়ে সাধুবাদ জানান বিজেপির অন্যান্য সাংসদরা।
Next Article