BharOS: ‘ভারওএস নয় ভরোসা’, দেশি মোবাইল অপারেটিং সিস্টেম পরীক্ষা করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 25, 2023 | 9:43 AM

BharOS: আইআইটি মাদ্রাজের তৈরি ভারতীয় মোবাইল অপারেটিং সিস্টেম 'ভারওএস' পরীক্ষা করে দেখলেন কেন্জ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

BharOS: ভারওএস নয় ভরোসা, দেশি মোবাইল অপারেটিং সিস্টেম পরীক্ষা করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী
দেশি অপারেটিং সিস্টেমটি পরীক্ষা করছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Follow Us

নয়া দিল্লি: একেবারে খাঁটি দেশি অপারেটিং সিস্টেম ‘ভারওএস’ (BharOS) তৈরি করেছে আইআইটি মাদ্রাজের (IIT Madras) পড়ুয়ারা। বলাই বাহুল্য প্রধানমন্ত্রী মোদীর ‘আত্মনির্ভর ভারত’ আহ্বানের পক্ষে এটি একটি কার্যকরী পদক্ষেপ। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই দেশি অপারেটিং সিস্টেমটি পরীক্ষা করেছেন। দুই মন্ত্রী একটি ভিডিয়ো কলের মাধ্যমে ভারওএস পরীক্ষা করেছেন এবং পরীক্ষায় সাফল্যও এসেছে। আইটি মন্ত্রী বলেছেন, “এখান থেকেই চ্যালেঞ্জ শুরু হল। আমাদের এই যাত্রায় নির্বিকার থাকতে হবে এবং একদিনের জন্যও ক্লান্ত হলে চলবে না। অনেক অসুবিধা হবে এবং বিশ্বজুড়ে এমন অনেক লোক আছে যারা অসুবিধা তৈরি করবে। তারা চায় না যে এই ধরনের কোনো ব্যবস্থা সফল হোক।”

তবে এই অপারেটিং সিস্টেমের নামকরণ নিয়ে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, ভারওএস-এর বদলে শেষে একটি ইরাজি ‘এ’ (A) অক্ষর জুড়ে দিলে নামটি ‘ভরোসা’ (নির্ভরযোগ্য) হয়ে যাবে। তিনি বলেন, “আমার একটা ছোট পরামর্শ আছে। নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ছোট একটা ‘এ’ যোগ করলে নামটি ভরোসা হয়ে যাবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। তিনি বলেন, “দেশের দরিদ্র জনগণ একটি শক্তিশালী, দেশিয়, নির্ভরযোগ্য এবং স্বনির্ভর ডিজিটাল পরিকাঠামোর সুবিধা পাবেন। ‘BharOS’ তথ্যে গোপনীয়তা রক্ষার দিকে একটি সফল পদক্ষেপ।”

জানা গিয়েছে, এই দেশীয় মোবাইল অপারেটিং সিস্টেমের অন্যতম বৈশিষ্ট হল ‘নো ডিফল্ট অ্যাপস’। অর্থাৎ, ব্যবহারকারীদের এমন কোনও অ্যাপ ব্যবহার করতে বাধ্য করা হবে না, যা তাদের পরিচিত নয়, বা যাকে তারা বিশ্বাস করতে পারে না। আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি জানিয়েছেন, BharOS এমন এক মোবাইল অপারেটিং সিস্টেম যা তৈরিই করা হয়েছে বিশ্বাসের ভিত্তিতে। এই অপারেটিং সিস্টেম, ব্যবহারকারীদের আরও বেশি স্বাধীনতা, নিয়ন্ত্রণ এবং নমনীয়তা দেবে। শুধুমাত্র তাদের প্রয়োজনীয় অ্যাপগুলি বেছে নেওয়ার এবং ব্যবহার করার স্বাধীনতা দেবে। মোবাইল ডিভাইসের নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা সম্পর্কে আর চিন্তা করতে হবে না।

Next Article