বেঙ্গালুরু: আর মাস তিনেকের অপেক্ষা। তারপরই আসতে চলেছে বন্দে ভারত স্লিপার কোচ। রবিবার বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভারস লিমিটেডসে (BEML) বন্দে ভারত স্লিপার কোচের কাজ খতিয়ে দেখতে গিয়ে একথা বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্দে ভারত স্লিপার কোচের একটি নমুনাও এদিন প্রকাশ করেন রেলমন্ত্রী। সেখানে দেখানো হয়, বন্দে ভারত স্লিপার কোচের অন্দরমহল কেমন হতে চলেছে।
রেলমন্ত্রী জানান, ট্র্যাকে নামানোর আগে ১০ দিন ট্রায়াল রান হবে বন্দে ভারত স্লিপার কোচের। আগামী তিন মাসের জন্য যাত্রী পরিবহণ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রেলমন্ত্রী বলেন, “বন্দে ভারত চেয়ার কারের পর বন্দে ভারত স্লিপার কোচের কাজ শুরু হয়। স্লিপার কোচের কামরা নির্মাণ সম্পূর্ণ হয়েছে। রবিবার থেকে পরীক্ষা-নিরীক্ষা শুরু হচ্ছে।”
জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার কোচ ট্রেনগুলি সর্বোচ্চ ১৬০ কিমি গতিবেগে চলবে। ১৬টি কামরা থাকবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই ট্রেনগুলি এক রাতে ৮০০ থেকে ১২০০ কিমি যাবে। করোনা থেকে শিক্ষা নিয়ে ট্রেনের মধ্যে অক্সিজেনের মাত্রা ও ভাইরাস থেকে সুরক্ষার বিশেষ ব্যবস্থা থাকছে।
এই ট্রেনগুলির ভাড়া মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে বলে রেলমন্ত্রী জানান। তিনি বলেন, এই ট্রেনের ভাড়া রাজধানী এক্সপ্রেসের মতো হবে। বন্দে ভারত স্লিপার কোচের নমুনার পরীক্ষা সম্পূর্ণ হলে নতুন কোচ তৈরি করা হবে। রেলমন্ত্রী জানান, “বছর দেড়েক পর থেকে বন্দে ভারত স্লিপার কোচের অনেক কামরা বানানো যাবে। তখন হয়তো দেখা যাবে প্রতি মাসে দুই থেকে তিনটি ট্রেন তৈরি হচ্ছে।”
Karnataka: Union Minister Ashwini Vaishnav inspects Vande Bharat train Sleeper coach at BEML in Bengaluru pic.twitter.com/5xtTJ2SM4F
— IANS (@ians_india) September 1, 2024
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)