মুম্বই: কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হটানোই একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য়েই বিরোধ-দূরত্ব ভুলে একজোট হয়েছে বিরোধী দলগুলি। আজ, শুক্রবার আরব সাগরের তীরে বসেছিল ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। সেই বৈঠকে হাজির সকল নেতার মুখেই শোনা গেল একতার বার্তা। সাংবাদিক বৈঠকে সকলেই বললেন, বিজেপিকে হারাতে তারা কীভাবে লড়াই করবেন। এরই মধ্যে নজর কাড়লেন লালু প্রসাদ যাদব ও সীতারাম ইয়েচুরীর কথাবার্তা। সিপিআইএম নেতাকে দেখে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা বললেন লাল সেলাম। পাল্টা জবাবে সীতারাম ইয়েচুরীও বললেন জয় হিন্দ।
ইন্ডিয়া জোটের বৈঠক শেষে সাংবাদিক বৈঠক শুরু হয়। একে একে বিভিন্ন বিরোধী দলের নেতারা বক্তব্য রাখতে ওঠেন। ডাকা হয় বিহারের প্রবীণ নেতা লালু প্রসাদ যাদবকে। তিনি শুরুতেই প্রধানমন্ত্রী মোদীর ১৫ লক্ষ টাকা প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেন। তাঁর বক্তব্য শেষ হতেই মঞ্চে বক্তব্য রাখার জন্য ডাকা হয় সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরীকে। তিনি সবে বক্তব্য রাখতে শুরু করেছেন, সেই সময়ই মঞ্চ থেকে নেমে রওনা দেন লালু প্রসাদ যাদব। তাঁকে পিছু ডাকেন সীতারাম ইয়েচুরী।
সীতারাম ইয়েচুরীর ডাক শুনে সিঁড়ি দিয়ে নামতে নামতেই ঘুরে তাকান লালু প্রসাদ যাদব। তিনি সীতারাম ইয়েচুরীর উদ্দেশ্যে বলেন, “লাল সেলাম”। সেই কথা শুনে হেসে ফেলেন ইয়েচুরী। তিনিও পাল্টা জবাবে বলেন, “জয় হিন্দ”।
তাঁদের আলাপ-চারিতা নিয়ে পরে সিপিআইএম নেতা বলেন, “লালুজি আমায় লাল সেলাম বলছেন, আমি ওনাকে জয় হিন্দ বলছি। এটাই ইন্ডিয়ার স্পিরিট। রাজ্যভিত্তিক আসন ভাগাভাগি করা হবে। তবে আমাদের সকলের লক্ষ্য একটাই, দেশের গণতন্ত্রকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে আমরা সকলে একসঙ্গে লড়াই করব।”