লখনউ : বারাণসী জেলায় বেড়েছিল গঙ্গার জলস্তর। ফলে বন্য়া পরিস্থিতির সৃষ্টি হয় বারাণসীর বেশ কিছ এলাকায়। এবার সেই বন্য়া দুর্গত এলাকা পরিদর্শনে গেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাধারণত তাঁকে অন্যান্য দিনে গেরুয়া বসন পরেই দেখায়। এবার কমলা লাইফ জ্য়াকেটে ধরা দিলেন যোগী। বুধবার ব়্যাফ্টে চেপে এলাকা পরিদর্শনে যান তিনি। এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ পৌঁছে দেওয়ার কথা তাঁর।
সংবাদ সংস্থা এএনআই, তাঁর এই ছোট্ট সফরের একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাইফ জ্যাকেট পরে ব়্যাফটে চেপে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। এদিন ত্রাণ শিবির খতিয়ে দেখার কথা রয়েছে তাঁর। এর পাশাপাশি তিনি বন্য়া দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, নদীর জলস্তর বেড়ে যাওয়ার জন্য বারাণসীর একাধিক এলাকা ডুবে গিয়েছে। গঙ্গা ও বরুণা নদীতে জলের স্তর বেড়ে যাওয়ায় বারাণসীর বিখ্যাত ঘাটগুলি জলে ডুবে গিয়েছে। তাই শবদেহ দাহ করার স্থান পরিবর্তন করে হরিশচন্দ্র ও মণিকর্নিকা ঘাটের কাছাকাছি রাস্তা ও ছাদে করা হচ্ছে। তবে এখন কমতে শুরু করেছে গঙ্গার জলস্তর।
#WATCH Uttar Pradesh CM Yogi Adityanath inspects flood-affected areas in Varanasi
He will also inspect the flood-relief camps here and distribute the relief material pic.twitter.com/Xj3eiHoPtQ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 31, 2022
শনিবার বারাণসীতে গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। এর ফলে ১১৫ টি গ্রামের ২৮ হাজার ৪৯৯ জন প্রভাবিত হয়েছেন। ইতিমধ্য়েই নিজের কেন্দ্রের মানুষের সমস্যার কথা শুনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রাণ শিবিরে থাকা মানুষদের কাছে সাহায্য় পৌঁছে দেওয়ার জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার আধিকারিকরা জানিয়েছেন, বন্য়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর প্রদেশের ২২ টি জেলা। প্রায় ২.৪ লক্ষ মানুষ বন্য়ার কবলে পড়েছেন। এখনও পর্যন্ত ১ জন মারা গিয়েছেন। ১০৭৯ টি গ্রামের মধ্য়ে ১৫৩ টি রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।