বরেলী: প্রেমের সম্পর্ক নিয়ে সহকর্মীর কটূক্তিকে বিরক্ত হয়ে থানার মধ্যেই গুলি চালালেন এক পুলিশ কনস্টেবল। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে বরেলী জেলার বাহেরি থানায়। জানা গিয়েছে, ওই পুলিশ কনস্টেবলের সঙ্গে তাঁর এক মহিলা সহকর্মীর প্রেমের সম্পর্ক রয়েছে। তা নিয়েই ওই থানার অন্যরা হাসি ঠাট্টা এবং বিভিন্ন কটূক্তি করত বলে অভিযোগ। ওই থানারই এক কনস্টেবল সহকর্মী সম্পর্ক নিয়ে কটূক্তি করায় রাগে ফেটে পড়েন ওই কনস্টেবল। এবং রিভলভার থেকে থানার মধ্যে গুলি চালান। যদিও সেই গুলিতে কেউ আহত হননি বলে জানা গিয়েছে। ওই কনস্টেবল কাউকে লক্ষ্য করে গুলি চালাননি, মেঝের দিকে তাক করে গুলি ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। যদিও এই ঘটনার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই জেলার পুলিশ মহলে। ঘটনার জেরে ওই থানার মোট পাঁচ জনকে সাসপেন্ড করা হয়েছে।
জানা গিয়েছে, থানায় গুলি চালানো ওই কনস্টেবলের নাম মনু কুমার। ২০১৯ সালে বাহেরি থানায় কাজে যোগ দিয়েছিলেন তিনি। উত্তর প্রদেশের বাগপতের বাসিন্দা তিনি। তাঁর পাশের জেলার মুজফ্ফরনগরের বাসিন্দা এক মহিলা কনস্টেবল ওই থানাতেই কাজে যোগ দিয়েছিলেন। তিনি ওই কনস্টেবলের পূর্ব পরিচিত। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে পুলিশ সুপার সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ বলেছেন, “যদি কোনও পুলিশকর্মী প্রেমের সম্পর্কে জড়িত হন সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। ব্যবস্থা নেওয়া হবে গাফিলতি এবং শৃঙ্খলাভঙ্গের জন্য।” তিনি জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের কারণে ওই থানার পাঁচ জনকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর মধ্যে রয়েছেন ওই থানার স্টেশন হাউস অফিসার। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
ওই পুলিশ অফিসার আরও জানিয়েছেন, “কুমার এবং এক মহিলা কনস্টেবলের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা দুজনেই ভিন্ন জাতের। ভিন্ন জাতের প্রেম নিয়ে কটূ মন্তব্য করেন চহ্বাল নামের এক কনস্টেবল। এর পর গুলি চালান কুমার। এই ঘটনার ২ দিন আগেও তাঁদের মধ্য়ে বচসা হয়েছিল।”