লখনউ: সাদা ফ্রক পরে ছিল ছোট্ট মেয়েটা। তাকে কাঁধে নিয়ে নিশ্চিন্ত মনে যাচ্ছিলেন তার বাবা। আচমকা তাকে ঘিরে ধরল তিন দুষ্কৃতী। আর তারপর সোজা তাঁর মাথায় গুলি। কাঁধে শিশুকন্যা থাকা অবস্থাতেই পরে গেলেন বাবা। ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নৃশংস ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে, উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায়। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম শোয়েব। বয়স ২৮ বছর। গুলিবিদ্ধ হওয়ার পরই শোয়েবকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে উন্নত মানের চিকিত্সার জন্য তাঁকে বেরিলির এক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটিই ধরা পড়েছে। ভিডিয়ো ক্লিপটিতে দেখা যাচ্ছে, শোয়েব তাঁর মেয়েকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। হঠাৎ, একটি বাইকে করে দুই ব্যক্তিকে দেখা যায়, উল্টো দিক থেকে তাঁকে অতিক্রম করছে। শোয়েবকে অতিক্রম করার পরই বাইকটি দাঁড়িয়ে যায়। শোয়েবের দিকে ফিরে তাকায়। এরপর এক সশস্ত্র আততায়ীকে দেখা যায় শোয়েবের দিকে এগিয়ে আসতে। একেবারে পাশ থেকে, শোয়েবের মাথায় গুলি করে সে। এরপর, আততায়ীকে দেখা যায় ছুটে এসে দাঁড়িয়ে থাকা বাইকটিতে উঠে পড়তে। এরপর, তিনজন মিলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিডিয়োটিতে আরও দেখা যায়, স্থানীয়রা বাসিন্দারা ওই শোয়েব এবং তাঁর মেয়েকে সাহায্য করতে ছুটে আসছেন। বাবার সঙ্গেই ঘটনাস্থলে পড়ে গিয়েছিল ছোট্ট মেয়েটি। তবে, তার কোনও আঘাত লাগেনি।
#Shahjahanpur में तारिक ने शोएब को उस वक्त गोली मार दी जब वो अपनी डेढ़ साल की बच्ची को कंधे पर बिठाकर घूमने ले जा रहा था, शोएब की पत्नी से 3 साल पहले तारिक की शादी तय हुई थी, रिश्ता टूट गया खुद की बेइज्जती का बदला लेने के लिए उसने ऐसा किया, बेहद खौफनाक वीडियो है। pic.twitter.com/AqVGnBKIBK
— Lokesh Rai (@lokeshRlive) August 14, 2023
শাহজাহানপুরের পুলিশ সুপার অশোক মিনা জানিয়েছেন, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ১৩ অগস্ট সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ, শাহজাহানপুরের চক কোতোয়ালির বাবুজয় এলাকায়। তিনি আরও জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজটি খতিয়ে দেখা হচ্ছে। ভিডিয়োটি থেকে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মূল আততায়ীর নাম তারিক। বাকিদের পরিচয় জানতে পারলেই, তাদের গ্রেফতার করা হবে। তবে, ঠিক কী কারণে শোয়েবকে হত্যার চেষ্টা করা হয়েছে, তা নিয়ে এখনও ধাঁধায় রয়েছে পুলিশ। তবে, শোয়েবের পরিবারের দাবি, এর পিছনে একটি ত্রিকোন প্রেমের কাহিনি রয়েছে। তিন বচর আগে চাঁদনি নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয় শোয়েবের। তাঁদের মেয়ের বয়স এখন দেড় বছর। তবে, তার আগে চাঁদনির সঙ্গে অভিযুক্ত চাঁদনির ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল।